প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০৫ রানের বিরাট লক্ষ্য তাড়া করে দুরন্ত জয় পয়েছে পঞ্জাব কিংস। শুক্রবার (১ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে পঞ্জাব। তার আগেই দলের শক্তি বহুগুণে বাড়িয়ে দলে যোগ দিয়ে দিলেন কাগিসো রাবাদা।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলায় ব্যস্ত থাকায় দেরি করে ভারতে এসেছেন রাবাদা। নিভৃতবাস নিয়মের জেরে খেলা হয়নি প্রথম ম্যাচ। তবে সব কিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় ম্যাচেই পঞ্জাবের হয়ে মাঠে নামতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকান পেস বোলার রাবাদাকে। তার আগে পঞ্জাব ক্যাম্পে যোগ দিয়েই নতুন ফ্রাঞ্চাইজির বিশেষ সেলিব্রেশন রপ্ত করে নিলেন রাবাদা। তরুণ পেসার অর্শদীপ সিংয়ের ‘বুররা’ সেলিব্রেশনে মাততে দেখা গেল রাবাদাকে। পঞ্জাবের তরফে সেই সেলিব্রেশনের ভিডিয়োও তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার ২৬ বছর বয়সি রাবাদা। ৫০টি আইপিএল ম্যাচে ৭৬ উইকেট নেওয়া রাবাদার রেকর্ডও এই টুর্নামেন্টে যথেষ্ট ভাল। দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন মরশুমের সর্বোচ্চ উইকেটশিকারী হিসাবে ‘পার্পেল ক্যাপ’ও জিতেছিলেন তিনি। তবে গত মরশুমের পরেই দিল্লি তাঁকে ছেড়ে দেয়। পঞ্জাব কিংস এই মরশুমের আগে নিলামে রাবাদাকে ৯.২৫ কোটি টাকার বিশাল মূল্যে দলে নেয়। নতুন ফ্রাঞ্চাইজির হয়ে রাবাদা কেমন পারফর্ম করেন এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।