IPL 2022: রান আউট হয়ে ক্ষোভ না, বরং সূর্যকে সান্ত্বনা দিয়ে জাত চেনালেন বন্ধু পোলার্ড
1 মিনিটে পড়ুন . Updated: 14 Apr 2022, 04:18 PM IST- পোলার্ড রান আউট হওয়ার পরেই হতাশায় মাথা নীচু বসে পড়েন সূর্যকুমার যাদব।
সময় যখন খারাপ যায়, তখন বোধহয় এমনটাই হয়। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের মরশুমের পঞ্চম ম্যাচেও পরাজিত হয়েছে রেকর্ড আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১৯৯ রান তাড়া করতে নেমে এক সময় পল্টনরা ভালভাবেই এগোচ্ছিল। তবে গুরুত্বপূর্ণ সময়ে দুটি রান আউট গড়বড় করে দিল।
প্রথমে সেট তিলক বর্মা এবং তার ২০ বল পরেই কায়রন পোলার্ডের সঙ্গে বোঝাপড়ার অভাবে দুই জনকেই রান আউট করিয়ে ফেলেন সূর্যকুমার যাদব। পোলার্ডের রান আউটের পর তো হতাশায় মাটিতে বসে পড়েন সূর্য। তবে একজন প্রকৃত বন্ধু তো সেই যে অন্য বন্ধুর পাশে থাকে। ঠিক তেমনই এক উদাহরণ প্রতিষ্ঠা করলেন পোলার্ড। নিজে রান আউট হলেও, ক্ষোভে গজগজ করার বদলে হতাশ সূর্যকুমারের কাঁধে হাত রেখে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় পোলার্ডকে।
এমনিতেই এই ম্যাচে মুম্বই একজন ব্যাটার কম নিয়ে মাঠে নেমেছিল, তারপর এই দুই বাজে রান আুউটের জেরে খেলার মোড় ঘুরে যায়। পোলার্ড ভালভাবেই জানতেন, সেই সময় সূর্যই একমাত্র যে মুম্বইকে ম্যাচ জেতাতে পারেন। তাই সম্ভবত তাঁকে কী হয়েছে না হয়েছে ভেবে, নিজের খেলার উপর ফোকাস করার জন্য সান্ত্বনা দিতে ছুটে যান পোলার্ড। অবশ্য শেষমেশ মুম্বইকে ম্যাচ জেতাতে পারেননি সূর্য। ৩০ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১২ রানে ম্য়াচ হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স।