IPL 2022: ওপেনিং না মিডল অর্ডার, কোথায় খেলবেন বেঙ্কটেশ, পূর্বাভাস দিলেন KKR অধিনায়ক শ্রেয়স
1 মিনিটে পড়ুন . Updated: 21 Mar 2022, 10:03 PM IST- গত মরশুমে নাইটদের হয়ে ওপেন করলেও, বর্তমানে জাতীয় দলের হয়ে মিডল অর্ডারে ব্যাট করেন বেঙ্কটেশ আইয়ার।
আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই এবারের আইপিএল মরশুমের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি। জোরকদমে চলছে তার প্রস্তুতি। তবে এই মরশুমে নাইট তারকা বেঙ্কটেশ আইয়ার কোন পজিশনে ব্যাটিং করতে নামবেন, তা নিয়ে কিন্তু এখনও কিছু নিশ্চিত জানা যায়নি।
গত মরশুমে নাইটদের হয়ে আইপিএলের দ্বিতীয় ভাগে ওপেনিংয়ে জ্বলে উঠেছিলেন বেঙ্কটেশ আইয়ার। ১০ ম্যাচে করেছিলেন ৩৭০ রান। তবে ভারতীয় দলে বর্তমানে মিডল অর্ডারে ব্যাট করছেন বেঙ্কটেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিডল অর্ডারেই ব্যাট করে সিরিজে দু'টি ভীষণ গুরুত্বপূর্ণ ৩০ অধিক রানের ইনিংস খেলেছেন তিনি। এমনকী ঘরোয়া ক্রিকেটেও মিডল অর্ডারে খেলছেন তিনি। এবার তাই প্রশ্ন হল ভারতীয় দলে নিজের জায়গা পোক্ত করতে মিডল অর্ডার না আগের মতো টপ অর্ডার, কোথায় খেলবেন বেঙ্কটেশ?
এই বিষয়ে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার শনিবার এক ভার্চুয়াল বৈঠকে বলেন, ‘আমরা এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি এবং কোচেদের সঙ্গেও কথা হয়নি তেমন। জাতীয় দলের হয়ে খেলার সময় ওর সঙ্গে আমার অল্প কথা হয়েছে বটে। ও যে কোনও পজিশনেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গত বছরে ওপেনার হিসাবে ও কেকেআরের হয়ে ভাল করেছে, সেটা তো মাথাতে থাকবেই। তবে ও টিমম্যান এবং মাঠে তার প্রমাণও পেয়েছি। সবসময় জিততে চায় ও। দলে তো এমনই একজনকে দরকার।’