বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: প্রতি ম্যাচে গাদা গাদা বদল করেই ডুবেছে KKR, সাফ কথা পিটারসেনের

IPL 2022: প্রতি ম্যাচে গাদা গাদা বদল করেই ডুবেছে KKR, সাফ কথা পিটারসেনের

কলকাতা নাইট রাইডার্স দল। ছবি: পিটিআই।

লখনউয়ের বিরুদ্ধে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কেকেআর।

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হত কলকাতা নাইট রাইডার্সকে। তবে ২১১ রানের বিশাল রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেও দুই রানে ম্যাচ হারে কেকেআর। এই পরাজয়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশাও।

এ বারের আইপিএলে মাত্র ছয়টি ম্যাচ জিতেছে কেকেআর। তবে গোটা মরশুমে নিজেদের পারফরম্যান্সের থেকে প্রতি ম্যাচেই গাদা গাদা বদল করে বেশি শিরোনাম কেড়েছে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই ঘন ঘন বদলের জেরেই নাইটদের এ মরশুমে ডুবতে হয়েছে বলে মনে করছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন

Star Sports-এ এক পর্যালোচনাসভায় পিটারসেন বলেন, ‘অত্যাধিক পরিমানে ঘন ঘন বদল করাই কেকেআরের খারাপ পারফরম্যান্সের মূল কারণ। এমন পরিস্থিতিতে খেলোয়াড়রা সবসময় মনে করে এটাই হয়তো তাদের শেষ ম্যাচ এবং তাদের যেভাবেই হোক পারফর্ম করতে হবে, নয়তো তারা বাদ পড়বে। আমার মনে হয় না এই ফর্ম্যাটেই এমন পরিকল্পনা নিয়ে খেলাটা উচিত। এই ফর্ম্য়াটে খেলোয়াড়দের সুযোগ দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর প্রয়োজন। তারা যাতে নিজেকে দলের অঙ্গ মনে করেন, সেটা দেখার প্রয়োজন। খেলোয়াড়রা চায় দল তাদের উপর ভরসা করুক এবং তারাও তার প্রতিদান দেবেন। তবে বারবার বদল করলে এই ভরসাটাই আসে না।’

বন্ধ করুন
Live Score