সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৪ রানের ব্যবধানে বড় জয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে পৌঁছনোর আশা এখনও অব্যাহত। বিরাট ব্যবধানে জয়ের ফলে স্বাভাবিকভাবে গোটা গ্রুপের সকলের খুশির মেজাজে ছিলেন। এরই মধ্যে কেকেআর তারকা স্যাম বিলিংসের এক কাণ্ড সকলকে অবাক করে দিতে বাধ্য।
ম্যাচ শেষে আন্দ্রে রাসেল এবং বিলিংস এক মজাদার সাক্ষাৎকার দেন। সেখানেই মাইক হাতে খ্যাতনামা ধারাভাষ্যকার ড্যানি মরিসনের গলা অবিকল নকল করে দেখান বিলিংস। সেই নকল এতটাই নিখুঁত ছিল যে সত্যিকারের মরিসন কথা বলছেন না বিলিংস, তা বোঝা দায়। মজা করে সাক্ষাৎকারের মাঝে বিলিংসের কাণ্ড দেখে তাঁকে ড্যানি বলেও সম্বোধন করেন রাসেল। এতদিন পর্যন্ত বিলিংসের ফুটবলের দক্ষতা সম্পর্কে অনেকেই অবগত ছিলেন, আবারও নিজের এই নতুন দিক দেখিয়ে তাক লাগিয়ে দিলেন ইংলিশ তারকা।
ম্যাচেই এদিন কেকেআরের হয়ে কামব্যাক করে বেশ ভালই খেলেন বিলিংস। পরপর উইকেট হারিয়ে একসময় কেকেআর বেশ চাপে পড়ে যাওয়ার পর রাসেলের সঙ্গে তাঁর পার্টনারশিপই কেকেআরকে ভাল রান তুলতে সাহায্য করে। ব্যাট হাতে ২৯ বলে ৩৪ রান করার পাশাপাাশি উইকেটের পিছনে দস্তানা হাতেও দু'টি ক্যাচ ধরেন বিলিংস। মোটের উপর রাতটা কিন্তু বিলিংস এবং কেকেআরের জন্য বেশ ভালই কাটল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।