এ বারের আইপিএল মরশুম শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। ইতিমধ্যেই জোরকদমে সব ফ্রাঞ্চাইজিই অনুশীলন শুরু করে দিয়েছে। মরশুমের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলা কলকাতা নাইট রাইডার্সও অনুশীলনে মগ্ন। তবে শুধু ক্রিকেট নয়, অনুশীলনে কিন্তু ফুটবলও বাদ নেই।
ঘাম ঝড়াতে কোচ ব্রেন্ডন ম্যাকালাম থেকে শুরু করে স্যাম বিলিংস, নীতিশ রানা, সকলকেই ফুটবল খেলায় মাততে দেখা গিয়েছে। এ অবশ্য নতুন কিছু নয়, ক্রিকেট মাঠে প্রায়শই অনুশীলন থেকে ম্যাচের আগে ফুটবল খেলে গা ঘামাতে দেখা যায় খেলোয়াড়দের। কেকেআরের হয়েও অন্যথা হল না। কেকেআর সম্প্রতি সেই ফুটবল খেলার এক ভিডিয়োও পোস্ট করেছিল। সেখানে স্যাম বিলিংসকে বেশ সুন্দর একটি গোল করতে দেখা যায়।
কেকেআরের এই ইংরেজ উইকেটকিপারের সেই ফুটবল খেলার মুহূর্তের সঙ্গে পর্তুগিজ মহাতারকার এক ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে কেকেআর। ক্যাপশনে লেখে, ‘অনেকটাই একরকম, তাই নয় কি স্যাম বিলিংস?’ বিলিংস নিজে ফুটবলের বড় ভক্ত। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ফুটবল নিয়ে নানা মন্তব্য করে থাকেন তিনি। ব্যাপারটা কিন্তু তিনি বেশ উপভোগই করেছেন। কেকেআরের পোস্টের জবাবে তিনি লেখেন, ‘সিউউউউউ! আমায় (রোনাল্ডো হতে হলে) তবে আরেকটু সূর্যের নীচে থাকতে হবে।’ গোটা বিষয়টা বেশ হাসিঠাট্টার মধ্যে হয়েছে, যা এই মুহূর্তে নাইট তারকাদের মানসিকভাবে চনমনে থাকার পরিচয়বাহক।