বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: জমিয়ে নিভৃতবাস উপভোগ করছেন KKR তারকা বিলিংস, অল্প বিস্তর হিন্দিও বললেন

IPL 2022: জমিয়ে নিভৃতবাস উপভোগ করছেন KKR তারকা বিলিংস, অল্প বিস্তর হিন্দিও বললেন

নাইট শিবিরে যোগ দিয়েছেন স্যাম বিলিংস। ছবি- টুইটার (@KKRiders)।

১৫ মার্চ মুম্বইয়ে এসে পৌঁছন বিলিংস।

২৬ তারিখ মরশুমের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগেই আজই উন্মোচিত হয়েছে নতুন মরশুমের নতুন জার্সি। অল্প অল্প করে দেশি, বিদেশি সব তারকাই নাইট শিবিরে যোগ দিচ্ছে। যোগ দিয়েছেন স্যাম বিলিংসও।

১৫ তারিখ মুম্বইয়ে কেকেআরের টিম হোটেলে এসে পৌঁছেছেন ইংল্যান্ডের উইকেটকিপার। সরকারি নিয়ম অনুযায়ী তারপর থেকে বর্তমানে তিন দিনের নিভৃতবাসে রয়েছেন বিলিংস। নিভৃতবাস শেষেই বাকি নাইটদের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি। তবে নিজের নিভৃতবাস কিন্তু চুটিয়ে উপভোগ করছেন বিলিংস। ফিফা খেলছেন, ফুটবল ম্যাচ খেলছেন, ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। এমনই এক প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট হিন্দিতে অনুরাগীদের উদ্দেশ্যে বিলিংসের প্রশ্ন, ‘আপ কেয়সে হো? (কেমন আছেন আপনি)।’

গতকাল কেকেআরের তরফে বিলিংসের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেই একই ভিডিয়োয় অনুরাগীদের নিজের কিট ব্যাগও খুলে দেখান বিলিংস। পাশাপাশি নিজের আপডেট দিয়ে জানান, ‘আমি বর্তমানে মুম্বইয়ে নিজের হোটেল রুমে নিভৃতবাসে রয়েছি। গতকাল এসেছি, এখনও দুইদিন নিভৃতবাসে কাটানোর পরেই বাকি সদস্যদের সঙ্গে দেখা করতে পারব।’

বিলিংসই কেকেআরের একমাত্র বিদেশি উইকেটকিপার। মরশুমে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর। এর আগে ৩০ বছর বয়সি তারকা ২২ আইপিএল ম্যাচে ১৩৩.৬০-র স্ট্রাইক রেটে মোট ৩৩৪ রান করেছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৩১.৬৪-র স্ট্রাইর রেটে চার হাজারের অধিক রান রয়েছে তাঁর দখলে। এবার কেকেআরের প্রথম এগারোয় বিলিংস সুযোগ পান কিনা এবং পেলেও কবে পান, সেটাই দেখার অপেক্ষা।

বন্ধ করুন