এ বছর আইপিএল মরশুমের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার তথা চার রিটেন করা খেলোয়াড়দের উপর বিশেষ নজর থাকবে সকলের। সেই চার রিটেনশনের অন্যতম হলেন বেঙ্কটেশ আইয়ার।
গত মরশুমের দ্বিতীয় ভাগে আমিরশাহিতে বেঙ্কটেশের ব্যাটে ভর করেই ঘুরে গিয়েছিল কেকেআরের ভাগ্য। লিগ টেবলে নীচের সারিতে থাকা দল পৌঁছে গিয়েছিল ফাইনালে। এবারও তাই বেঙ্কটেশের উপর অনেকটাই ভরসা করছে নাইট শিবির। ইতিমধ্যেই ভারতীয় দলের হয়েও খেলে ফেলেছেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলে তিনি নিয়মিত সদস্য। তা সত্ত্বেও দ্বিতীয় মরশুমে বেঙ্কটেশকে নিয়ে কিছুটা ধন্দে প্রাক্তন কেকেআর তারকা আকাশ চোপড়া। এমনকী তাঁকে ‘হাফসিজন ওয়ান্ডার’ বলতেও দ্বিধা বোধ করলেন না তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘এখনও অবধি বেঙ্কটেশ আইয়ার হাফ সিজন ওয়ান্ডারই। এরপর যদিও ও ভারতের হয়ে অন্য স্থানে ব্যাট করে মোটামুটি ভালই করেছে। তবে সত্যিটা হল যে অনেকেই দ্বিতীয় মরশুমে হারিয়ে যায়। ওর ক্ষেত্রে এমনটা হওয়ার সম্ভাবনা যদিও খানিকটা কম। কারণ ও ভারতের হয়ে খেলেছে এবং ঘরোয়া ক্রিকেটেও অনেকদিন ধরেই খেলছে। তাই আশা করা যায় ওর এই মরশুমটাও ভাল কাটবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।