বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ডিজাইনে হালকা বদল ঘটিয়ে প্রকাশিত হল KKR-র নতুন জার্সি

IPL 2022: ডিজাইনে হালকা বদল ঘটিয়ে প্রকাশিত হল KKR-র নতুন জার্সি

কেমন হল কেকেআরের নতুন জার্সি? ছবি- কেকেআর।

অধিনায়ক শ্রেয়স আইয়ার ও সিইও ভেঙ্কি মাইসোরের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচিত হল।

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এ মরশুমের আইপিএল। প্রথম ম্যাচেই গত বারের দুই ফাইনালিস্ট দল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে। তার জন্য জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তার আগে আজই দোলের শুভ দিনে নিজেদের জার্সি উন্মোচন করল কেকেআর।

নিজেদের চিরাচরিত বেগুনি ও গোল্ডেন রঙই জার্সিতে ধরে রেখেছে নাইটরা। তবে ডিজাইনে হালকা বদল হয়েছে। জার্সিতে নাইট লোগোর উপরে দুটি স্টারও জ্বলজ্বল করছে, যা দুই মরশুমে খেতাব জয়ের পরিচয়বাহক। দোলের দিনই এ মরশুমের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও সিইও ভেঙ্কি মাইসোরের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচিত হল।

শ্রেয়সের তত্ত্বাবধনে মাঠে নামবে নাইটরা। দলে বেশ কিছু নতুন মুখ সামিল হলেও আছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্সদের মতো চেনা মুখও। গত বারের থেকে একধাপ এগিয়ে, নিজেদের তৃতীয় খেতাব জয়ই এবার নাইটদের উদ্দেশ্য হবে। অবশ্য কামিন্সকে প্রথম কয়েকটি ম্যাচের জন্য পাবে না কেকেআর। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ না খেললেও, সেই সিরিজ শেষের আগে চুক্তির আওতায় থাকা অজি তারকাদের আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই কামিন্সকে ছাড়াই সিএসকের বিরুদ্ধে মাঠে নামবে কেকেআর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন