বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: আউট করে পোলার্ডকে কিস করলেন ক্রুণাল! ভাইরাল হল ভিডিয়ো

IPL 2022: আউট করে পোলার্ডকে কিস করলেন ক্রুণাল! ভাইরাল হল ভিডিয়ো

কায়রন পোলার্ডকে আউট করে কিস করছেন ক্রুণাল পান্ডিয়া (ছবি:পিটিআই) (PTI)

দিন নিজের পুরানো দলের বিরুদ্ধে বল করার সময় দারুণ ছন্দ দেখান ক্রুণাল। ম্যাচের শেষ ওভারের প্রথম বলেই কায়রন পোলার্ডের শিকার করেন তিনি। ঠিক সেই সময় পোলার্ডকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ক্রুণাল পান্ডিয়া। পোলার্ড যখন সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তাঁকে ধরে মাঠের মধ্যেই চুমু খান ক্রণাল।

একেই বলে কাটা ঘায়ে নুনের ছিটে। একে তো চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। গ্রুপ লিগের আট ম্যাচের মধ্যে আটটিতেই হেরেছে তারা। তারমধ্যে প্রতিপক্ষের ক্রিকেটারদের মজা, এই ছবি কিছুতেই মানতে চাইবেন না মুম্বইয়ের ক্রিকেটাররা। কিন্তু লখনউ ম্যাচে যা ঘটল তার উত্তর ছিল না মুম্বইয়ের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ডের কাছে।

ঘটনাটি ঘটেছিল ম্যাচের একেবারে শেষ ওভারে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের ২০ তম ওভারটি করতে আসেন ক্রুণাল পান্ডিয়া। যিনি আবার মুম্বইয়ের প্রাক্তন। মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। পরে তাঁকে নিজেদের দলে তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টসরা। এ দিন নিজের পুরানো দলের বিরুদ্ধে বল করার সময় দারুণ ছন্দ দেখান ক্রুণাল। ম্যাচের শেষ ওভারের প্রথম বলেই কায়রন পোলার্ডের শিকার করেন তিনি। ক্রুণালের বলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের দিকে এগিয়ে যান পোলার্ড।

ঠিক সেই সময় পোলার্ডকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ক্রুণাল পান্ডিয়া। পোলার্ড যখন সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তাঁকে ধরে মাঠের মধ্যেই চুমু খান ক্রণাল। পোলার্ডের মাথায় কিস করার জন্য অনেকটা লাফাতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত তিনি সফলও হন। আর সঙ্গে সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ম্যাচের এই মুহূর্তের ভিডিয়ো ও স্টিল ছবি নিয়ে নেটিজেনরা মজার মজার মিম তৈরি করছেন। এদিনের ম্যাচে ৩৬ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টস। ক্রুণালের শেষ ওভারে মোট তিনটি উইকেট হারিয়েছিল মুম্বই।

বন্ধ করুন