এ বারে দিল্লি ক্যাপিটালসের হয়ে একেবারে আগুনে ফর্মে রয়েছেন কুলদীপ যাদব। আর কলকাতা নাইট রাইডার্সকে দেখলে তো কোনো কথাই নেই। বল হাতে একাই কুপোকাত করে দিলেন নিজের প্রাক্তন দলকে। তাও এক নয়, দুই ম্যাচে। ওয়াংখেড়ে মরশুমের দ্বিতীয় সাক্ষাৎকারেও কামাল করলেন কুলদীপ।
এ মরশুমে প্রথমবার সাক্ষাৎকারে নাইটদের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন কুলদীপ। দ্বিতীয় সাক্ষাতেও ছবিটা একই, বরং বলতে গেলে আরও ভাল। গত ম্যাচে যেখানে ৩৫ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন কুলদীপ, সেখানে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মাত্র ১৪ রানের বিনিময়ে কেকেআরের বিপক্ষে চার উইকেট নিলেন তিনি। নিজের প্রথম ওভারেই বাবা ইন্দ্রজিৎ ও সুনীল নারিনকে আউট করার পর, দ্বিতীয় ওভারে সেট শ্রেয়স আইয়ার এবং আন্দ্রে রাসেলকে ফেরান কুলদীপ।
প্রথম ওভারে তিন বলে দুই উইকেট নেওয়ার ফলেই মাত্র ২৭ বলেই এ মরশুমে কেকেআরের বিরুদ্ধে ছয় উইকেট নিয়ে ফেলেন কুলদীপ, যা গত দুই মরশুমে কেকেআরের হয়ে ২৭০ বল করার পর নেওয়া পাঁচ উইকেটের থেকে এক বেশি। এই পরিসংখ্যানই কুলদীপের কামব্যাকের গল্প বয়ান করে। নাইটরা এ ম্যাচে প্রথম ব্যাট করে ফের একবার জঘন্য ব্যাটিং পারফরম্যান্স করেন। নিজেদের নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ১৪৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। কোনো অভাবনীয় কিছু না ঘটলে নাগাড়ে নিজেদের পঞ্চম ম্য়াচ হারতে চলেছে কেকেআর।