বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs DC: গিলের ৮৪, ফার্গুসনের ৪ উইকেটে ভর করে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতল গুজরাট
বল হাতে চার উইকেট নেন গুজরাটের লকি ফার্গুসন। ছবি- আইপিএল।

GT vs DC: গিলের ৮৪, ফার্গুসনের ৪ উইকেটে ভর করে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতল গুজরাট

প্রথম আট ম্যাচে কোনও দল রান ডিফেন্ড করে জিততে না পারলেও, আজ দুই ম্যাচেই প্রথমে ব্যাট করে দুই দল জিতল।

পুণের এমসিএ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানস একে অপরের মুখোমুখি হয়েছিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে গুজরাট। শুভমন গিলের দুর্দান্ত ৮৪ রানের ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে তারা। দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ফেলে দিল্লি। তবে ললিত যাদব ও ঋষভ পন্তের অর্ধশতরানের পার্টনারশিপ দিল্লিকে ম্যাচে ফেরায়। কিন্তু শেষরক্ষা হল না। লকি ফার্গুসনের আগুনে বোলিংয়ের সুবাদে ১৪ রানে ম্যাচ হারল দিল্লি। পন্ত ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রান করেন। লকি ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন।

03 Apr 2022, 12:12:08 AM IST

ম্যাচ সেরা লকি

বল হাতে আগুন ঝরিয়ে ২৮ রানের বিনিময়ে চার উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরা হলেন লকি ফার্গুসন।

02 Apr 2022, 11:24:58 PM IST

নাগাড়ে দ্বিতীয় জয় গুজরাটের

দিল্লিকে অলআউট করতে না পারলেও ১৪ রানে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতল গুজরাট টাইটানস। দিল্লি নয় উইকেটের বিনিময়ে ১৫৭ রানে নিজেদের ইনিংস শেষ করল। ১৪ বলে ১৪ রানে অপরাজিত রইলেন কুলদীপ যাদব।

02 Apr 2022, 11:22:55 PM IST

১৫০-র গণ্ডি টপকাল দিল্লি

২০তম ওভারের দ্বিতীয় বলে কোনওমতে ১৫০-র গণ্ডি টপকাল দিল্লি ক্যাপিটালস। শেষ চার বলে জয়ের জন্য ২২ রান চই।

02 Apr 2022, 11:20:53 PM IST

১৯তম ওভারে উঠল ৩ রান

১৯তম ওভারে মাত্র তিন রান দিলেন হার্দিক পান্ডিয়া। দিল্লির স্কোর১৪৮-৯।

02 Apr 2022, 11:17:07 PM IST

দুইয়ে দুই

পরপর দুই বলে দুই উইকেট পেলেন মহম্মদ শামি। শূন্য রানে আউট খলিল আহমেদ। দিল্লির পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা।

02 Apr 2022, 11:15:34 PM IST

পাওয়েল আউট; দিল্লির জয়ের আশা কার্যত শেষ

রোভম্যান পাওয়েলকে ২০ রানে (১২ বল) এলবিডব্লু করে দিল্লির জয়ের আশা কার্যত শেষ করে দিলেন মহম্মদ শামি। ১৪৩ রানে অষ্টম উইকেট হারাল দিল্লি।

02 Apr 2022, 11:09:29 PM IST

দুর্দান্ত স্পেল লকির

শেষ ওভারে আট রান দিলেও নির্ধারিত চার ওভারে ২৮ রান খরচ করে চার উইকেট নিয়ে এক দুর্দান্ত স্পেল শেষ করলেন লকি ফার্গুসন। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ১৪২-৭।

02 Apr 2022, 11:07:16 PM IST

শার্দুল আউট

লকির ডবল উইকেট ওভারের পরের ওভারেই শার্দুলকে ২ রানে (৫ বল) ফেরালেন রশিদ খান। ১৩৪ রানে সপ্তম উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। এবার দিল্লিকে ম্যাচ জেতানোর সমস্ত দায়িত্বটাই রোভম্যান পাওয়ালের ঘাড়ে। ৪ ওভারে জয়ের জন্য় দিল্লির ৩৮ রান দরকার, হাতে রয়েছে তিন উইকেট। 

02 Apr 2022, 10:58:03 PM IST

আবার ডবল উইকেট

ম্যাচে দ্বিতীয়বার একই ওভারে দু'টি উইকেট নিলেন লকি। নেমেই পরপর দুই বলে চার মেরে তৃতীয় বলে আউট হলেন অক্ষর প্যাটেল। বিশাল চাপে পড়ে গেল দিল্লি।

02 Apr 2022, 10:53:33 PM IST

পন্ত আউট

দুর্দান্ত বোলিং পরিবর্তন হার্দিকের। লকি ফার্গুসন বলে আসতেই বড় শট মারতে গিয়ে ৪৩ রানে (২৯ বল) আউট হলেন সেট পন্ত। পঞ্চম উইকেট হারাল দিল্লি। জমে গেল ম্যাচ। জয়ের জন্য ৩৫ বলে ৫৪ রান দরকার দিল্লির।

02 Apr 2022, 10:51:42 PM IST

তেওয়াটির ওভারে উঠল ১৩ রান

রাহুল তেওয়াটির বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখল দিল্লি। ১৪তম ওভারে উঠল ১৩ রান। দিল্লির স্কোর ১১৮-৪।

02 Apr 2022, 10:44:04 PM IST

ললিত আউট

১১.৪ ওভারে নান-আউট হয়ে সাজঘরে ফেরেন ললিত যাদব। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৫ রান করেন তিনি। ১৩ ওভার শেষে দিল্লির স্কোর ৪ উইকেটে ১০৫ রান। ৩৭ রানে ব্যাট করছেন পন্ত।

02 Apr 2022, 10:31:35 PM IST

অর্ধশতরানের পার্টনারশিপ

৩৪ বলে চতুর্থ উইকেটে অর্ধশতরানে পার্টনারশিপ পূর্ণ করলেন পন্ত ও ললিত যাদব। ১১ ওভার শেষে স্কোর ৮৬-৩। পন্ত ১৬ বলে ২৫ রানে ব্যাট করছেন, ললিত খেলছেন ২৫ রানে (২২ বল)।

02 Apr 2022, 10:27:23 PM IST

ইনিংসের মাঝপথে দিল্লির স্কোর ৭৯-৩

১০ ওভার শেষে দিল্লির স্কোর ৭৯-৩। বাকি ১০ ওভারে জয়ের জন্য ৯৩ রান করতে হবে দিল্লিকে।

02 Apr 2022, 10:24:22 PM IST

৯ ওভার শেষে দিল্লির স্কোর ৭১-৩

৯ ওভার শেষে দিল্লির স্কোর ৭১-৩। বরুণ অ্যারনের এই ওভার থেকে ৭ রান উঠে।

02 Apr 2022, 10:17:27 PM IST

রশিদের প্রথম ওভারে উঠল ৯ রান

প্রথম ওভারেই রশিদ খানকে আক্রমণ করার পথ বেছে নিলেন পন্ত। ওভার থেকে উঠল ৯ রান। ৮ ওভার শেষে স্কোর ৬৩-৩। পন্তের স্কোর ১৯ (১০ বল), ললিত যাদব খেলছেন ১০ রানে (১০ বল)।

02 Apr 2022, 10:10:17 PM IST

আগুনের মোকাবিলা আগুন দিয়ে

লকি ফার্গুসমনের আগুন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট হাতে আক্রমণ শুরু করে দিলেন ঋষভ পন্ত। দুই চারসহ ওভারে উঠল মোট ১১ রান। ৭ ওভার শেষে দিল্লির স্কোর ৫৪-৩।

02 Apr 2022, 10:05:21 PM IST

পাওয়ার প্লে শেষ 

পাওয়ার প্লের শেষ ওভারে উঠল ৯ রান। ৬ ওভার শেষে দিল্লির স্কোর ৪৩-৩।

02 Apr 2022, 09:57:46 PM IST

ওভারের দ্বিতীয় উইকেট পেলেন লকি

প্রথম বলে পৃথ্বীকে ফেরানোর পর, ওভারের পঞ্চম বলে মনদীপ সিংকেও ১৮ রানে সাজঘরে ফেরালেন লকি ফার্গুসন। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেল দিল্লি ক্যাপিটালস।

02 Apr 2022, 09:53:27 PM IST

পৃথ্বী শ আউট

বল হাতে আক্রমণে এসেই পৃথ্বী শকে ১০ রানে (৭ বল) সাজঘরে ফেরত পাঠালেন লকি ফার্গুসন। ৩২ রানে দ্বিতীয় উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।

02 Apr 2022, 09:51:35 PM IST

মনদীপের আক্রমণ অব্যাহত

এক উইকেট হারিয়ে ফেললেও মনদীপ সিং দিল্লির হয়ে রানের গতি বজায় রেখেছেন। হার্দিকের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে উঠল ১২ রান। মনদীপ খেলছেন ১৮ রানে (১৩ বল)। দলের সংগ্রহ ৩২-১।

02 Apr 2022, 09:46:40 PM IST

তৃতীয় ওভারে উঠল ১০ রান

শামির তৃতীয় ওভার থেকে উঠল ১০ রান। তিন ওভার শেষে দিল্লির স্কোর ২০-১। মনদীপ সিং খেলছেন ১০ রানে (৯ বল), পৃথ্বীর সংগ্রহ ৭ রান (৪ বল)।

02 Apr 2022, 09:39:58 PM IST

তুখড় ওভার হার্দিকের

মাত্র দুই রান দিয়ে নিজের প্রথম ওভারে এক উইকেট তুলে নিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দুই ওভার শেষে দিল্লির স্কোর ১০-১। 

02 Apr 2022, 09:35:41 PM IST

প্রথম বলেই উইকেট পেলেন হার্দিক

দ্বিতীয় ওভারে বল করতে এসে নিজের প্রথম বলেই উইকেট পেলেন হার্দিক পান্ডিয়া। ৩ রানে (৫ বল) ফিরলেন টিম সেফার্ত। ৮ রানে প্রথম উইকেট হারাল দিল্লি।

02 Apr 2022, 09:34:22 PM IST

চার মেরে ইনিংসের শুরু

মহম্মদ শামির বিরুদ্ধে নিজেদের ব্যাটিং ইনিংসে দিল্লির হয়ে প্রথম বলেই চার হাঁকিয়ে শুরু করলেন পৃথ্বী শ। প্রথম ওভারে উঠল ৮ রান।

02 Apr 2022, 09:14:54 PM IST

দুর্দান্ত ওভার ফিজের

ইনিংসের ২০তম ওভারে মাত্র ৪ রান দিয়ে দুই উইকেট নিলেন মুস্তাফিজুর। ১৭১-৬ শেষ হল গুজরাটের ইনিংস। ফিজ নিজের চার ওভার শেষ করলেন ২৩ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে।

02 Apr 2022, 09:13:39 PM IST

ওভারে দ্বিতীয় উইকেট পেলেন ফিজ

ফিজের দারুণ বোলিং অব্যাহত। ম্যাচে নিজের তৃতীয় উইকেট পেলেন বাংলাদেশি তারকা। এবার তাঁর শিকার অভিনব মনোহর। তিনি আউট হলেন ১ রানে (২ বল)।

02 Apr 2022, 09:11:57 PM IST

তেওয়াটিয়া আউট

গত ওভারে তেওয়াটিয়ার ক্যাচ ড্রপ হলেও, পিছনে ছুটে গিয়ে ২০তম ওভারের দ্বিতীয় বলে ভাল ক্যাচ ধরে গুজরাট তারকাকে ফেরত পাঠালেন শার্দুল। দ্বিতীয় উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। 

02 Apr 2022, 09:08:50 PM IST

১৯তম ওভারে উঠল ১২ রান

গোটা ওভারটাই বেশ ভাল বল করেছিলেন শার্দুল ঠাকুর। পঞ্চম বলে তেওয়াটিকে আউট করারও সুযোগ তৈরি করেন। তবে দিল্লির ফিল্ডার ক্যাচ মিস করে। ঠিক তার পরের বলেই ক্ষতে নুন ছিটিয়ে ছক্কা হাঁকান তেওয়াটিয়া। ওভার থেকে উঠে ১২ রান। ১৯ ওভার শেষে ১৬৭-৪। ১৮০ করতে পারবে গুজরাট?

02 Apr 2022, 09:03:04 PM IST

১৫০ রানের গণ্ডি টপকাল গুজরাট

গিলের উইকেট হারালেও ১৮তম ওভারে উঠল ১০ রান। গুজরাটের স্কোর ১৫৫-৪। মিলার ব্যাট করছেন ১৬ রানে (১১ বল), নতুন ব্যাটার রাহুল তেওয়াটিয়ার সংগ্রহ ৫ রান (৩ বল)।

02 Apr 2022, 08:57:13 PM IST

শতরান হল না গিলের

দুরন্ত ছন্দে ব্যাট করা গিল দ্রুত নিজের প্রথম টি-টোয়েন্টি শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে ৮৪ রানেই (৪৬ বল) তাঁকে থামতে হল। গুজরাটকে চতুর্থ ধাক্কা দিলেন খলিল আহমেদ।

02 Apr 2022, 08:55:34 PM IST

ঠিকঠাক ওভার মুস্তাফিজুরের

আক্রমনাত্মক ছন্দে ব্যাট করা গিলের বিরুদ্ধে ডেথ ওভারে মাত্র ৯ রান দিলেন মুস্তাফিজুর। ১৭ ওভার শেষে স্কোর ১৪৫-৩।

02 Apr 2022, 08:47:29 PM IST

১৬তম ওভারে উঠল ১৬

গিলের আক্রমণ অব্যাহত। অক্ষরের বিরুদ্ধে ইনিংসের ১৬তম ওভারে উঠল ১৬ রান। গুজরাটের স্কোর ১৩৬-৩।

02 Apr 2022, 08:45:22 PM IST

হার্দিক আউট হলেও গুজরাটের আক্রমণ অব্যাহত

গত ওভারেই হার্দিকের উইকেট হারালেও সেট শুভমন গিল আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ১৫তম ওভারে উঠল ১১ রান। গিলের স্কোর ৬৭ (৩৮ বল), নতুন ব্যাটার মিলার খেলছেন ৪ রানে (৪ বল)। বর্তমান স্কোর ১২০-৩।

02 Apr 2022, 08:38:40 PM IST

শতরানের গণ্ডি পেরিয়েই তৃতীয় উইকেটের পতন

১৪তম ওভারের প্রথম বলে দলগত শতরানের গণ্ডি পেরোনোর পর ওভারের শেষ বলে ৩১ রানে (২৭ বল) আউট হলেন হার্দিক পান্ডিয়া। ১০৯ রানে তৃতীয় উইকেট হারাল গুজরাট। 

02 Apr 2022, 08:32:45 PM IST

অর্ধশতরান গিলের

৩২ বলে নিজের আইপিএল কেরিয়ারের১১তম অর্ধশতরান পূর্ণ করলেন শুভমন গিল। ৩৮ বলে হার্দিক-শুভমনের পার্টনারশিপেরও ৫০ রান পূরণ হয়। ১৩ ওভার শেষে স্কোর ৯৮-২।

02 Apr 2022, 08:30:22 PM IST

আক্রমণ শুরু গুজরাটের

দুই উইকেট পড়ার পর পরিস্থিতি থিতু করে আক্রমণ শুরু করেছেন গিল ও পান্ডিয়া। ১২তম ওভার থেকে উঠল ১৪ রান। গুজরাটেক স্কোর ৮৯-২।

02 Apr 2022, 08:24:17 PM IST

১১তম ওভারে উঠল ৯ রান

ইনিংসের ১১তম ওভারে উঠল ৯ রান। গুজরাটের স্কোর ৭৫-২।

02 Apr 2022, 08:22:43 PM IST

ব্যাটিং ইনিংসের মাঝপথে গুজরাট ৬৬-২

১০ নম্বর ওভার থেকে উঠল ৮ রান। ব্যাটিং ইনিংসের মাঝপথে গুজরাটের স্কোর ৬৬-২। শুভমন গিল খেলছেন ৩৪ রানে (২৩ বল), হার্দিকের সংগ্রহ ১৪ রান (১৬ বল)। 

02 Apr 2022, 08:17:57 PM IST

জোড়া স্পিনারের দাপটে হাঁসফাঁস অবস্থা গুজরাটের

পাওয়ার প্লেতে শুরুটা ভাল করার পর গুজরাট ভাবছিল হয়তো ধীরে ধীরে রানের গতি বাড়াবে। তবে কুলদীপ ও অক্ষরের স্পিনের ভেল্কিতে রানই করতে পারছেন না হার্দিকরা। নবম ওভারে কুলদীপ দিলেন মাত্র পাঁচ রান। গুজরাটের স্কোর ৫৮-২।

02 Apr 2022, 08:11:23 PM IST

তুখড় ওভার অক্ষরের

ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে মাত্র দুই রান দিলেন অক্ষর প্যাটেল। ৮ ওভার শেষে গুজরাটের স্কোর ৫৩-২। 

02 Apr 2022, 08:10:20 PM IST

৫০-র গণ্ডি টপকাল গুজরাট

কুলদীপ নিজের প্রথম ওভারে দিলেন সাত রান। ৭ ওভারে ৫০-র গণ্ডি টপকাল গুজরাট। বর্তমান স্কোর ৫১-২।

02 Apr 2022, 08:05:24 PM IST

প্রথম বলেই সাফল্য কুলদীপের

পাওয়ার প্লের শেষে নিজের প্রথম ওভার বল করতে আসা কুলদীপ যাদব নিজের প্রথম বলেই সাফল্য পেলেন। প্রথম ম্যাচে দিল্লির হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া কুলদীপ ফেরালেন বিজয় শঙ্করকে। বিজয় ১৩ রানে (২০ বল) আউট হন। ক্রিজে নতুন ব্যাটার হার্দিক পান্ডিয়া।

02 Apr 2022, 08:03:30 PM IST

পাওয়ার প্লে শেষ

প্রথম ৬ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ৪৪ রান তুলল গুজরাট টাইটানস। প্রথম ওভারেই উইকেট হারানোর পর, এই রানটা কিন্তু মন্দ নয়।  

02 Apr 2022, 07:59:00 PM IST

ভাল ছন্দে গিল

গত ম্যাচে তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন। তবে এই ম্যাচে এখনও পর্যন্ত বেশ ভাল ছন্দেই দেখিয়েছে শুভমন গিলকে। তিনি ১৩ বলে ব্যক্তিগত ২৩ রানে ব্যাট করছেন। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৩৮-১। বিজয় শঙ্কর খেলছেন ১২ রানে (১৬ বল)।

02 Apr 2022, 07:53:39 PM IST

চতুর্থ ওভারে উঠল ৯ রান

প্রথম ওভারেই উইকেট পড়ার পর শুভমন এবং বিজয় পরিস্থিতি কিছুটা সামাল দিতে সক্ষম হয়েছেন। ৪ ওভার শেষে গুজরাটের স্কোর ২৮-১।

02 Apr 2022, 07:52:33 PM IST

তিন ওভার শেষে স্কোর ১৯-১

তিন ওভার শেষে গুজরাটের স্কোর ১৯-১। বিজয় খেলছেন ৭ রানে (১০ বল), শুভমন গিলের সংগ্রহ ১০ রান (৭ বল)।

02 Apr 2022, 07:43:07 PM IST

দ্বিতীয় ওভারেও উঠল ৭ রান

প্রথম ওভারের মতো দ্বিতীয় ওভারে শার্দুল ঠাকুরও ৭ রান খরচ করলেন। ২ ওভার শেষে দিল্লির স্কোর ১৪-১।

02 Apr 2022, 07:39:13 PM IST

প্রথম ওভারেই মুস্তাফিজুরের সাফল্য

ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। মাত্র ১ রানে (২ বল) ফেরালেন ম্যাথু ওয়েডকে। প্রথম ওভারে উঠল ৭ রান। ক্রিজে নতুন ব্যাটার বিজয় শঙ্কর।

02 Apr 2022, 07:09:22 PM IST

দিল্লি ক্যাপিটালসের একাদশ

নিজেদের প্রথম ম্যাচ থেকে মাত্র এক বদল করে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। কমলেশ নাগারকোটির বদলে দলে এলেন মুস্তাফিজুর রহমান। অবশ্য লুঙ্গি এনগিদি দলে জায়গা পাননি।দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ-পৃথ্বী শ, টিম সেফার্ত, মনদীপ সিং, ঋষভ পন্ত, (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্য়ান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান

02 Apr 2022, 07:07:07 PM IST

গুজরাট টাইটানসের প্রথম একাদশ

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলানো ১১ জনকে নিয়েই আবার মাঠে নামছে গুজরাট টাইটানস।গুজরাট টাইটানসের প্রথম একাদশ-শুভমন গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, বরুণ অ্যারন, মহম্মদ শামি 

02 Apr 2022, 07:02:32 PM IST

টসে জিতল দিল্লি ক্যাপিটালস

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্তের। অবশ্য মুখ ফস্কে প্রথমে ব্যাট করবেন বলে ফেলেছিলেন পন্ত।

02 Apr 2022, 06:38:16 PM IST

নজর দুই তরুণ অধিনায়কের উপর

হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত মাঠে থাকা মানে বিনোদন একেবারে নিশ্চিত। দুই ভারতীয় তারকা আবার দুই দলের অধিনায়কও বটে। তরুণ দুই অধিনায়ক কেমনভাবে নিজের দলকে সামলান, তার উপর সকলেরই বিশেষ নজর থাকবে। এছাড়া তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর তো নজর থাকছেই।

02 Apr 2022, 06:36:18 PM IST

দিল্লির হয়ে সম্ভবত অভিষেক ঘটাবেন মুস্তাফিজুর

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে একগুচ্ছ বিদেশি তারকা না থাকায় মাত্র টিম সেফার্ত ও রোভম্যান পাওয়েলকে নিয়েই মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। তবে এই ম্যাচে আগে দুই তারকা বোলার লুঙ্গি এনগিদি এবং মুস্তাফিজুর রহমান মাঠে নামতে পারবেন। সম্ভবত আজ দিল্লির হয়ে দুই তারকারই অভিষেক ঘটতে চলেছে।

02 Apr 2022, 06:33:29 PM IST

পুণের ময়দানে চ্যালেঞ্জ জয়ের ধারা অব্য়াহত রাখার

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে এ মরশুমের দশম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানস। দুই দলই জয় দিয়ে নিজেদের আইপিএল মরশুমটা শুরু করেছে। দিল্লি চার উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে, গুজরাট পাঁচ উইকেটে জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। নিজেদের পারফেক্ট স্টার্ট ধরে রাখার লড়াইয়ে মাঠে লড়াই হবে দুই তরুণ অধিনায়ক ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়ার, দুই দলের। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.