বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs RR: রাসেলের মতো ব্যাট হাতে ঝড় তুলতে পারলেন না পোলার্ড, ফের হারল মুম্বই ইন্ডিয়ান্স
ম্যাচ জেতাতে পারলেন না পোলার্ড। ছবি- আইপিএল।

MI vs RR: রাসেলের মতো ব্যাট হাতে ঝড় তুলতে পারলেন না পোলার্ড, ফের হারল মুম্বই ইন্ডিয়ান্স

রাজস্থানের হয়ে দুর্দান্ত শতরান করেন জোস বাটলার।

মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযানের শুরুটা বেশিরভাগ সময়েই মনে রাখার মতো হয় না। তবে পরের দিকে একবার ছন্দ খুঁজে পেলে আর পিছন ফিরে তাকাতে চান না রোহিত শর্মারা। এবার অবশ্য জোড়া হার দিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করতে হল মুম্বইকে। তারা নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হার মানে। দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে রাজস্থান রয়্যালসের কাছে। অন্যদিকে, রাজস্থান নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে একতরফাভাবে উড়িয়ে দেওয়ার পর এবার পরাজিত করে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে।

02 Apr 2022, 07:54:42 PM IST

ম্যাচের সেরা জোস বাটলার

৬৮ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলা ছাড়াও ২টি অনবদ্য ক্যাচ ধরার স্বীকৃতি জোটে জোস বাটলারের। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

02 Apr 2022, 07:30:37 PM IST

পোলার্ড আউট, ২৩ রানে জয় রাজস্থানের

ইনিংসের একেবারে শেষ বলে আউট হন পোলার্ড। সাইনির বলে বাটলারের হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ১টি ছ্ক্কার সাহায্যে ২৪ বলে ২২ রান করে মাঠ ছাড়েন পোলার্ড। রাজস্থানের ৮ উইকেটে ১৯৩ রানের জবাবে মুম্বই ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে। ২৩ রানে ম্যাচ জেতে রাজস্থান।

02 Apr 2022, 07:26:11 PM IST

৬ বলে দরকার ২৯ রান

প্রসিধ কৃষ্ণার ১০ বলের ওভারে ১০ রান ওঠে। ৩টি ওয়াইড ও ১টি নো বল করেন তিনি। নো বলে রান-আউট হন মুরুগান অশ্বিন।১টি বাউন্ডারির সাহায্যে ৮ বেল ৬ রান করেন তিনি। মুম্বই ১৬৫ রানে ৭ উইকেট হারায়। জিততে শেষ ওভারে মুম্বইয়ের দরকার ২৯ রান। পোলার্ড ১৮ রানে ব্যাট করচেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান বুমরাহ।

02 Apr 2022, 07:12:33 PM IST

২ ওভারে মুম্বইয়ের দরকার ৩৯ রান

জয়ের জন্য শেষ ২ ওভারে মু্মভই ইন্ডিয়ান্সের দরকার ৩৯ রান। ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। পোলার্ড ১২ ও মুরুগান অশ্বিন ৬ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 07:00:09 PM IST

ড্যানিয়েল স্যামস আউট

১৫.২ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে জোস বাটলারের হাতে ধরা পড়েন ড্যানিয়েল স্যামস। ১ বল খেতে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় তাঁকে। মুম্বই ১৩৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুরুগান অশ্বিন। ১৬ ওবারে মুম্বইয়ের স্কোর ১৩৭/৬। চাহাল ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৬ রানে ২ উইকেট নিয়ে।

02 Apr 2022, 06:55:43 PM IST

চাহালের শিকার টিম ডেভিড

১৫.১ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হন টিম ডেভিড। ৩ বলে ১ রান করে আউট হন তিনি। মুম্বই ১৩৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ড্যানিয়েল স্যামস।

02 Apr 2022, 06:49:06 PM IST

তিলক বর্মা আউট

১৪.২ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিলক বর্মা। ওভারের প্রথম বলে ছক্কা মারেন তিলক। শেষমেশ ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ১৩৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম ডেভিড। ১৫ ওভারে মুম্বইয়ের স্কোর ১৩৬/৪। ৫ ওভারে জয়ের জন্য ৫৮ রান দরকার তাদের। অশ্বিন ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩০ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে।

02 Apr 2022, 06:40:20 PM IST

হাফ-সেঞ্চুরি তিলকের

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিলক বর্মা। ১৪ ওভারে মুম্বইয়ের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। তিলক ৫৫ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 06:38:04 PM IST

হাফ-সেঞ্চুরি করেই আউট ইশান

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। তবে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনোর পরেই আউট হয়ে বসেন তিনি। ১২.৬ ওভারে বোল্টের বলে সাইনির হাতে ধরা পড়েন ইশান। মুম্বই ১২১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পোলার্ড।

02 Apr 2022, 06:31:12 PM IST

১০০ টপকাল মুম্বই

১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই। তাদের স্কোর ২ উইকেটে ১০১। ইশান ৪৪ ও তিলক ৪০ রানে ব্যাট করছেন। 

02 Apr 2022, 06:24:55 PM IST

১০ ওভারে দরকার ১০০ রান

১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৯৪ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১০০ রান। ইশান ৪০ ও তিলক ৩৭ রান করেছেন।

02 Apr 2022, 06:17:46 PM IST

৯ ওভারে মুম্বই ৮২/২

৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে। ইশান কিষাণ ৩১ বলে ৩৯ রান করেছেন। তিলক বর্মা করেছেন ১৫ বলে ২৬ রান। ইশান ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। তিলক ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

02 Apr 2022, 06:03:29 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ পূর্ণ করল মুম্বই

পাওয়ার প্লে-র ৬ ওভারে মু্ম্বই ২ উইকেটের বিনিময়ে ৫০ রান তুলেছে। ইসান কিষাণ ২৩ বলে ৩১ রান করেছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

02 Apr 2022, 05:58:17 PM IST

আনমোলপ্রীতকে ফেরালেন সাইনি

চতুর্থ ওভারে সাইনির বলে ইশান কিষাণ ১টি ছক্কা ও ২টি চার মারেন। সেই ওভারেই শেষ বলে পাডিক্কালের হাতে ধরা পড়েন আনমোলপ্রীত সিং। ৪ বলে ৫ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ৪০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তিলক বর্মা।

02 Apr 2022, 05:41:59 PM IST

শুরুতেই রোহিত আউট

মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারে ৪ রান ওঠে ১টি বাউন্ডারি মারেন ইশান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্রসিধ কৃষ্ণা। ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন রোহিত। পঞ্চম বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন হিটম্যান। ৫ বলে ১০ রান করে সাজঘে ফেরেন রোহিত। মুম্বই ১৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আনমোলপ্রীত সিং। তিনি ক্রিজে এসে প্রথম বলেই চার মারেন। ২ ওভারে মুম্বইয়ের স্কোর ১৯/১।

02 Apr 2022, 05:19:56 PM IST

রাজস্থান ২০ ওভারে ১৯৩/৮

নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৮ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তুলেছে। সুতরাং জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৯৪।

02 Apr 2022, 05:18:52 PM IST

রিয়ান আউট

ইনিংসের শেষ বলে টিম ডেভিডের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করে মাঠ ছাড়েন রিয়ান। ১ রান করে নট-আউট থাকেন বোল্ট। মিলস ৩৫ রানে ৩ উইকেট নেন। বুমরাহ ১৭ রানে ৩ উইকেট দখল করেন।

02 Apr 2022, 05:16:57 PM IST

সাইনি আউট

১৯.৩ ওভারে মিলসের বলে ইশানের দস্তানায় ধরা পড়েন নভদীপ সাইনি। ২ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। রাজস্থান ১৮৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট।

02 Apr 2022, 05:13:35 PM IST

অশ্বিন আউট

১৮.৬ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন অশ্বিন। রাজস্থান ১৮৫ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নভদীপ সাইনি।

02 Apr 2022, 05:13:08 PM IST

বাটলার আউট

১৮.৫ ওভারে বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জোস বাটলার। ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্য ৬৮ বলে ১০০ রান করে মাঠ ছাড়েন বাটলার। রাজস্থান ১৮৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন।

02 Apr 2022, 05:06:57 PM IST

বাটলারের শতরান, হেতমায়ের আউট

১১টি চার ও ৫টি ছক্কার সাহায্য ৬৬ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। বাটলার সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন হেতমায়ের। ১৮.২ ওভারে বুমরাহর বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন শিমরন। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন হেতমায়ের। রাজস্থান ১৮৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিয়ান পরাগ।

02 Apr 2022, 04:58:15 PM IST

পোলার্ডের ওভারে উঠল ২৬ রান

১৭তম ওভারে পোলার্ডের বলে ২৬ রান তোলে রাজস্থান। প্রথম ২টি বলে পরপর ছক্কা মারেন হেতমায়ের। পরের ২টি বলে পরপর চার মারেন তিনি। তার পরে ওয়াইড বল করেন পোলার্ড। পঞ্চম বলে লেগ-বাই চার হয়। শেষ বলে ১ রান নেন শিমরন। ১৭ ওভারে রাজস্থানের স্কোর ১৭০/৩। পোলার্ড ৯৮ ও হেতমায়ের ২৪ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 04:42:04 PM IST

স্যামসনকে ফেরালেন পোলার্ড

১৪.২ ওভারে পোলার্ডের বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন স্যামসন। রাজস্থান ১৩০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেতমায়ের। ১৫ ওভারে রাজস্থানের স্কোর ১৩৮/৩। বাটলার ৯৬ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 04:39:40 PM IST

১৪ ওভারে রাজস্থান ১২৯/২

১৪ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে। বাটলার ৮৮ ও স্যামসন ৩০ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 04:27:29 PM IST

১০০ টপকাল রাজস্থান

১১তম ওভারে মুরুগান অশ্বিনের বলে ২১ রান সংগ্রহ করে রাজস্থান। ১টি ছক্কা মারেন স্য়ামসন। ১টি চার ও ১টি ছক্কা মারেন বাটলার। ১১ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ২ উইকেটে ১০৮ রান। বাটলার ৪৬ বলে ৭৬ রান করেছেন। ১১ বলে ২১ রান করেছেন স্যামসন।

02 Apr 2022, 04:20:11 PM IST

১০ ওভারে রাজস্থান ৮৭/২

১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটের বিনিময়ে ৮৭ রান সংগ্রহ করেছে। ৪২ বলে ৬৪ রান করেছেন বাটলার। ৯ বলে ১৪ রান করেছেন স্যামসন।

02 Apr 2022, 04:10:54 PM IST

বাটলারের হাফ-সেঞ্চুরি

৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। ৮ ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৬৬ রান। বাটলার ৫১ ও স্যামসন ৬ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 04:02:18 PM IST

পাডিক্কালকে ফেরালেন মিলস

৫.৬ ওভারে টাইমাল মিলসের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন দেবদূত পাডিক্কাল। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন পাডিক্কাল। রাজস্থান ৪৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। বাটলার ৪০ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 03:51:49 PM IST

০,৪,৬,৬,৪,৬

চতুর্থ ওভারে মুম্বই বল তুলে দেয় বাসিল থাম্পির হাতে। ৬ বলে বাটলার সংগ্রহ করেন যথাক্রমে ০,৪,৬,৬,৪,৬ রান। সুতরাং, ওভারে মোট ২৬ রান ওঠে। ৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ৪৩/১। বাটলার ২০ বলে ৩৮ রানে ব্যাট করছেন।

02 Apr 2022, 03:43:47 PM IST

যশস্বীকে ফেরালেন বুমরাহ

২.৪ ওভারে বুমরাহর বলে ডেভিডের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ২ বলে ১ রান করে আউট হন যশস্বী। রাজস্থান ১৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল। ৩ ওভারে রাজস্থানের স্কোর ১৭/১।

02 Apr 2022, 03:32:37 PM IST

ম্যাচ শুরু

রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার ও যশস্বী জসওয়াল। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় বলে বাউন্ডারি মেরে খাতা খোলেন বাটলার। প্রথম ওভারে ৪ রান ওঠে।

02 Apr 2022, 03:11:33 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

যশস্বী জসওয়াল, জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

02 Apr 2022, 03:10:29 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), আনমোলপ্রীত সিং, তিলক বর্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, যশপ্রীত বুমরাহ, টাইমাল মিলস ও বাসিল থাম্পি।

02 Apr 2022, 03:08:03 PM IST

এই ম্যাচেও নেই সূর্যকুমার

অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে মু্ম্বই ইন্ডিয়ান্স। সুতরাং, দ্বিতীয় ম্যাচেও মুম্বই দলে পাচ্ছে না সূর্যকুমার যাদবকে। যদিও সূর্যকুমারের চোট সেরে গিয়েছে বলেই খবর। অন্যদিকে স্যামসন ন্যাথন কুল্টার-নাইলের বদলে মাঠে নামায় নভদীপ সাইনিকে। সুতরাং, তিনজন বিদেশি নিয়ে মাঠে নামে তারা।

02 Apr 2022, 03:04:21 PM IST

টস জিতল মুম্বই

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান সঞ্জু স্যামসনদের। রান তাড়া করবে মুম্বই।

02 Apr 2022, 02:27:14 PM IST

'ডাবল সেঞ্চুরি'র পথে স্যামসন

আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচটি ছিল রাজস্থানের জার্সিতে সঞ্জু স্যামসনের ১০০তম ম্যাচ। অজিঙ্কা রাহানের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজস্থানের হয়ে ১০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন সঞ্জু। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই দুর্দান্ত ‘ডাবল সেঞ্চুরি’ করবেন স্যামসন। আসলে এটি হতে চলেছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে স্যামসনের কেরিয়ারের ২০০তম টি-২০ ম্যাচ।

02 Apr 2022, 02:27:14 PM IST

প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে রাজস্থান

পুণেতে সানরাইজার্স হায়দরাবাদকে নিজেদের প্রথম ম্যাচে একতরভাবে পরাজিত করে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থান ৬ উইকেটে ২১০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায়।

02 Apr 2022, 02:27:15 PM IST

হার দিয়ে অভিযান শুরু করেছে মুম্বই

দিল্লি ক্যাপিটালসের কাছে হার দিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করেছে মুম্বই। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান তোলে মুম্বই। জবাবে দিল্লি ১৮.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: টস জিতে ফিল্ডিং নিল নাইট রাইডার্স, দলে এক পরিবর্তন লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.