নাগাড়ে চার ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে পৌঁছনোর স্বপ্ন নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র তিন রানে পরাজিত হতে হয় তাদের। এই পরাজয়ে কিন্তু দলের অধিনায়ক লোকেশ রাহুল একেবারেই ভেঙে পড়ছেন না।
এক সময় ১৪ রানে তিন উইকেট হারিয়েও, দলের লড়াইয়ে মুগ্ধ রাহুল। ম্যাচ শেষের সাক্ষাৎকারে তিনি দাবি করেন তার দল যে কোনও পরিস্থিতিতেই থাকুক না কেন, কোনও সময় ম্যাচ থেকে পুরোপুরি বাইরে হবে না। তিনি বলেন, ‘আমার মতে আমাদের দল কখনও ম্যাচ থেকে সম্পূর্ণভাবে বাইরে হবে না। আমাদের ব্যাটিং লাইন আপ বেশ গভীর এবং বোলিংয়েও আমাদের অনেক বিকল্প রয়েছে। ২০ রানে তিন উইকেট পড়ে গেলেও, আমাদের মধ্যে সবসময়ই এই বিশ্বাসটা ছিল যে আমরা ম্যাচ জিততে পারি। হ্যাঁ, আজ মিডল অর্ডারে একটি ভাল পার্টনারশিপের দরকার ছিল, যা আমরা করতে ব্যর্থ হয়েছি।’
দলের মিডল অর্ডার ঠিকঠাক পারফর্ম করেনি মানলেও, এই ম্যাচেই লখনউয়ের হয়ে অভিষেক ঘটানো মার্কাস স্টইনিসকে প্রশংসায় ভরিয়ে দেন রাহুল। পাশাপাশি তাঁর দাবি ম্যাচ হারলেও, এর থেকে দলের আত্মবিশ্বাস বাড়বে। ‘ইনিংসের শেষের দিকে স্টইনিস যেভাবে ব্যাট করে আমাদের ম্যাচে বজায় রাখে, তা এক কথায় দারুণ। এইরকম ম্যাচগুলিই তো আমাদের আত্মবিশ্বাস জোগাবে এবং প্রমাণ করে দেবে আমরা দল হিসাবে কতটা ভাল।’ দাবি লখনউ অধিনায়কের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।