বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘আব আপনি বারি হে’, ক্যাচি থিম সং LSG-র, জার্সির ডিজাইনও নজরকাড়া

IPL 2022: ‘আব আপনি বারি হে’, ক্যাচি থিম সং LSG-র, জার্সির ডিজাইনও নজরকাড়া

কেএল রাহুল।

কয়েক দিন আগে আনুষ্ঠানিক প্রকাশের আগে লখনউ সুপার জায়ান্টসের থিম সং ও জার্সি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। যার ভিডিয়ো পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাই আর দেরি না করে অবশেষে আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করল সঞ্জীব গোয়েঙ্কার দল।

লখনউ সুপার জায়ান্টস আজ তাদের থিম সং ভিডিয়ো প্রকাশ্যে এনেছে। ‘আব আপনি বারি হে’ গানটি গেয়েছেন এবং সুর করেছেন বাদশা। কোরিওগ্রাফার ডিরেক্টর রেমো ডি'সুজা ভিডিয়োটির পরিচালনা করেছেন। ভিডিয়োটি মূলত লখনউ শহরে শুটিং করা হয়েছে। এই থিম সং-এর মাধ্যমে গোটা লখনউ শহর, তাদের সংস্কৃতি, তাদের বেঁচে থাকা- সবটাই যেন ধরা পড়েছে।

কয়েক দিন আগে আনুষ্ঠানিক প্রকাশের আগে লখনউ সুপার জায়ান্টসের থিম সং ও জার্সি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। যার ভিডিয়ো পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাই আর দেরি না করে অবশেষে আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করল সঞ্জীব গোয়েঙ্কার দল।

এই থিম সং প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। দেখে নিন গানটি।

থিম সং-এর পাশাপাশি এ দিন জার্সিও প্রকাশ করেছে লখনউ। দলের লোগোর সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো হয়েছে জার্সি। লোগোর রঙের সাদৃশ্য রেখে জাফরান এবং সবুজ রঙের হাইলাইটও রয়েছে জার্সিতে। প্রধান রং হিসেবে জার্সিতে ব্যবহার করা হয়েছে অ্যাকোয়া রং। জার্সিটিতে ভারতীয় পুরাণ, দেশাত্ববোধ থেকে শুরুর করে ক্রিকেটের প্রতি ভালোবাসা সবকিছুকেই ফুটিয়ে তোলা হয়েছে। যা এককথায় সকলেই খুব পছন্দ করেছেন। ফ্যাশন ডিজাইনার কুনাল রাওয়াল জার্সির ডিজাইন করেছেন।

লখনউ সুপার জায়ান্টসের জার্সি।
লখনউ সুপার জায়ান্টসের জার্সি।

আইপিএল ২০২২-এ লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্য়াচ ২৬ মার্চ। শুরুর ২ দিন পর। ২৮ মার্চ প্রথম মাঠে নামবে কেএল রাহুলের দল। প্রথম ম্য়াচে তাদের প্রতিপক্ষ আইপিএলের অপর নতুন দল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস।

বন্ধ করুন