কিছুদিন আগেই রাজস্থান রয়্য়ালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে শেষ ওভারে এক ফুলটসকে ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ফুলটসটি কোমরের উপরের ছিল দাবি করে, নো বল ডাকার জন্য দিল্লির তরফে জোরদার আপিল করা হয়। তবে লাভের লাভ কিছুই হয়নি। আম্পায়ার নিজের সিদ্ধান্তেই অটল থাকেন।
এরপরেই দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত দল তুলে নেওয়ার চেষ্টাও করেন। আম্পায়ারের নো বল ডাকা বা না ডাকা নিয়ে বিতর্ক হতেই পারেই। তবে নিয়ম অনুযায়ী কোমরের উপরের ফুলটসের ক্ষেত্রে একমাত্র ব্যাটার আউট হলে, তবেই তা রিপ্লের মাধ্যমে চেক করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে উক্ত বলে ছয় হয়। তাই তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া বা রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের কোনও সুযোগ এখানে ছিল না। মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচ মাহেলা জয়বর্ধনের মতে এমন পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের মাঠে থাকা আম্পায়ারকে মদত করার জন্য এগিয়ে আসা উচিত কিনা, সেই নিয়ে আলোচনার প্রয়োজন।
মাহেলা আইসিসির ক্রিকেট কমিটিরও সদস্য। এই কমিটিই গোটা বিশ্বজুড়ে ক্রিকেটের খেলার পরিবেশ নিয়ে নানা সিদ্ধান্ত নিয়ে থাকে। মাহেলার মতে, ‘হয়তো আম্পায়ারের সিদ্ধান্তটা ভুলই ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে পরখ করে দেখার জন্য তৃতীয় আম্পায়ারের সহায়তা নেওয়া যায় না। এই বিষয়ে ভবিষ্যতে আমাদের আলোচনা করতে হবে, যে এমন হলে তৃতীয় আম্পায়ার মাঠে থাকা আম্পায়ারকে ওই বল চেক করার পরামর্শ দিতে পারেন কিনা। তবে ক্রিকেটীয় মনোভাবের কথা মাথায় রেখে, সিদ্ধান্ত বিরুদ্ধে গেলেও কোনও খেলোয়াড় বা কোচের মাঠে নেমে পড়াটা একেবারেই উচিত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।