আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবারের মরশুমটা একেবারে ভালভাবে শুরু করতে পারেনি। আটটির মধ্যে মাত্র দুইটি ম্যাচ জিতে আপাতত তারা আইপিএলের লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে। প্লে অফে যেতে অন্তত বাকি সবকয়টি ম্যাচ জিততে হবে তাদের। এ অবস্থা থেকেও নাকি ঘুরে দাঁড়াতে পারে সিএসকে, দাবি বীরেন্দ্র সেহওয়াগের। কারণ অবশ্যই মহেন্দ্র সিং ধোনি।
মরশুমের শুরুতেই ধোনি সিএসকের নেতৃত্ব ছেড়ে দিলেও, দল তেমন সাফল্য না পাওয়ায় রবীন্দ্র জাদেজা ফের একবার ধোনিকে নেতৃত্ব ফিরিয়ে দিয়েছেন। ধোনির নেতৃত্বই হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে পারে বলে মত বীরুর। Cricbuzz-কে সেহওয়াগ বলেন, ‘আমি ওকে (ধোনি) ২০০৫ সাল থেকে দেখছি এবং ওর অধীনে ভারতীয় দলের পরিবর্তনও দেখেছি। আগে আমরা নিয়ন্ত্রণে থাকা ম্যাচও অনেক সময়ই হেরে যেতাম। তবে ওর অধীনে পরাজয়ের মুখ থেকে বহু ম্যাচ জিতেছি। আমরা তো আগে কোনোদিন ভাবইনি যে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে ত্রিদেশীয় সিরিজের (কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ) ফাইনালে ২-০ হারাব। বিশেষত টেস্ট সিরিজ হারার পর।’
নিজের অতীত অভিজ্ঞকা খেকেই তাই সেহওয়াগের বিশ্বাস যে ধোনি এই অবস্থা থেকেও সিএসকেকে প্লে-অফে তোলার ক্ষমতা রাখেন। ‘আমার একাধিক আইসিসি ট্রফি এবং ঘরের মাছে একাধিক সিরিজ জিতেছি ওর নেতৃত্বে। আগে ওই ম্যাচগুলিই তো আমরা হেরে বসে থাকতাম। সুতরাং, সেইসব কথা মাথায় রেখেই বলছি, এমনটা (ছয় ম্যাচে ছয়টি জয়) হতেই পারে কিন্তু।’ দাবি সেহওয়াগের। রবিবারই (১ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে সিএসকে, সেখানেই দেখা যাবে সেহওয়াগের দাবির পক্ষে বা বিপক্ষে হাতনাতে প্রমাণ মিলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।