বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: এ মরশুমের পর CSK-র হয়ে কোচিং করাবেন ধোনি, অনুমান প্রাক্তন সতীর্থ ওয়াটসনের

IPL 2022: এ মরশুমের পর CSK-র হয়ে কোচিং করাবেন ধোনি, অনুমান প্রাক্তন সতীর্থ ওয়াটসনের

সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছবি- আইপিএল।

সানরাইজার্স ম্যাচে ধোনিকে পরবর্তী মরশুমে তাঁর পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করা হলে, তিনি সোজাসুজি কোনও জবাব দেননি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হয়ে গিয়েছে। মরশুম শুরুর আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বও হস্তান্তরিত করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর কাজকর্মে বারংবার পুরোপুরি অবসরের ইঙ্গিতই মিলছে। পরের মরশুমে কী দেখা যাবে ধোনিকে, এই প্রশ্নই এখন সকল অনুরাগীর মনে।

সিএসকের অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে টসের আগে সঞ্চালক ড্যানি মরিসনও ধোনিকে একই কথা জিজ্ঞেস করেন। জবাবে ধোনি সরাসরি তিনি পরের মরশুমে খেলবেন কিনা তা স্পষ্ট না করলেও, বলেন পরের মরশুমেও তাঁকে ভিন্ন হলুদ জার্সিতে হলেও সিএসকেতে দেখা যাবে। এই ‘ভিন্ন হলুদ জার্সি’ ঠিক কী হতে পারে, সেই নিয়ে অনেকেই জল্পনা করছেন। এবার সেই জল্পনা ঘুচিয়ে বিষয়টা স্পষ্ট করলেন শেন ওয়াটসন।

ধোনির প্রাক্তন সিএসকে সতীর্থদের মতে মাহির হয়তো পরেরবার থেকে সিএসকে কোচিং স্টাফের অংশ হবেন। The Grade Cricketer-এ ধোনির মন্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে ওয়াটসন জানন, ‘আমার মতে ও যখন পৃথক হলুদের (জার্সি) কথা বলে, তখন ও সম্ভবত সিএসকের কোচিং শার্টের কথা বলছিল। ও যদি ক্রিকেটার হিসাবে নিজের কেরিয়ার শেষ করার পর, সিএসকের সঙ্গে (কোচ হিসাবে) যুক্ত না হয়, তাহলে আমি ভীষণ ভীষণ অবাক হব। সেটা যখনই হোক না কেন।’

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন