প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার (২০ মে) তাই এ মরশুমের শেষ ম্যাচ খেলতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্রেবোর্ন স্টেডিয়ামে নেমেছিল সিএসকে। সেই ম্যাচেই সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বাঁচাতে গিয়ে রীতিমতো‘বডিগার্ড’র ভূমিকা পালন করতে হল ম্যাচের আম্পায়ার ক্রিস গ্যাফনিকে।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনির জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার মতো বিশেষ কিছু নেই। অগনিত দর্শক কার্যত পুজো করেন ধোনিকে। তেমনই এক ধোনি অনুরাগী সিএসকের ব্যাটিং চলার সময় নিরাপত্তা বলয় ভেঙে মাঠের মধ্যে ঢুকে পড়েন। ব্যাটিংরত ধোনি ওই অনুরাগীকে দেখে দূর থেকেই স্ট্যান্ডে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন। তবে নিজের প্রিয় খেলোয়াড়কে একেবারে সামনে থেকে দেখার সুযোগ কে বা হাতছাড়া করতে চান। সেই অনুরাগী ধোনির দিকেই এগিয়ে আসতে থাকেন। ধোনিকে বাঁচাতে গিয়ে ক্রিস গ্যাফনিই রক্ষাকবচ হয়ে এগিয়ে আসেন। শেষমেশ অবশ্যই মাঠের নিরাপত্তাকর্মীরা সেই অনুরাগীকে ধরে মাঠের বাইরে নিয়ে যেতে সক্ষম হন।
ম্যাচে ব্যাট হাতে এদিন ধোনি একেবারে ব্যর্থ। ২৮ বল খেলে তিনি মাত্র ২৬ রান করেন। সিএসকে পাওয়ার প্লে-তেই ৭৫ রান তোলার পর নির্ধারিত ২০ ওভারে ১৫০ রানেই থমকে যায়। জবাবে রবিচন্দ্রন অশ্বিনের ৪০ রানের সুন্দর ইনিংসে ভর করে রাজস্থান দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায়। ১৪-র মধ্যে মাত্র চারটি ম্যাচ জিতে এক হতাশাজনক মরশুম শেষ করে সিএসকে।