বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ভিডিয়ো: কার্যত হারা ম্যাচ, তবুও ধোনি ধ্বনিতে মাতোয়ারা মাঠ, শুনলে গায়ে কাঁটা দেবে

ভিডিয়ো: কার্যত হারা ম্যাচ, তবুও ধোনি ধ্বনিতে মাতোয়ারা মাঠ, শুনলে গায়ে কাঁটা দেবে

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটিংরত ধোনি। ছবি- পিটিআই। (PTI)

পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুরুটা ভাল করেও দলকে জেতাতে পারেননি ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু আগেই অবসর নিয়েছেন। আর অন্য কোনও টুর্নামেন্টও খেলেন না। তাই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দেখার একমাত্র রাস্তা হল আইপিএল। স্বাভাবিকভাবেই তাই তাঁর ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে, তাঁর সমর্থকরা।

নিজের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছেন ধোনি। হয়তোই এটিই তাঁর শেষ আইপিএল হতে চলেছে। কিন্তু সময় পেরিয়ে গেলেও, তাঁকে ঘিরে উন্মাদনায় এতটুকু টান পরেনি। এমনিতেই চেন্নাই সুপার কিংসের ম্য়াচ থাকলে সকলের নজর থাকে ধোনির উপর, তার পাশাপাশি এ মরশুমেই তাঁকে শেষবার ব্যাট, গ্লাভস হাতে দেখা যেতে পারে ধরে নিয়ে সকলে আরও বেশি করে ধোনির দিকে নজর রাখছেন। তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনার আবারও এক উদাহরণ দেখা গেল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে।

কাগিসো রাবাদার বলে আম্বাতি রায়াডু আউট হতেই মোটামুটি সবাই জানত এবার সিএসকের হয়ে কে মাঠে নামতে পারেন। তাই রায়াডু আউট হতেই গোটা ওয়াংখেড়ে জুড়ে শুরু হয়ে যায় ধোনি ধোনি রব। প্রবল উন্মাদনার মধ্যে ব্যাট হাতে নিয়ে মাঠে নামেন ধোনি। অবশ্য শেষ ওভারে শুরুটা ভাল করলেও, দলকে জয় এনে দিতে পারলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। শেষমেশ ১১ রানে পরাস্ত হয় সিএসকে।

বন্ধ করুন