প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিলে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ের ময়দানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুক্রবার (২০ মে) নিজেদের মরশুমের শেষ ম্যাচেও পাঁচ উইকেটে পরাজিত হয় সিএসকে। এ মরশুমে মুকেশ চৌধুরী থেকে মাহিশ থিকসানা, বেশ কয়েকজন তরুণ তুর্কী সুযোগ পেলেও শিকে ছেঁড়েনি রাজবর্ধন হাঙ্গার্গেকরের ভাগ্যে।
ভারতের বিশ্বজয়ী দলের সদস্য হাঙ্গার্গেকরকে বেশ ভাল দামেই নিলামে দলে নিয়েছিল সিএসকে। অনেকেই আশা করেছিলেন এবার হলুদ ব্রিগেডে তাঁকে খেলতে দেখা যাবে। তবে এমনটা হয়নি। মরশুমের ১৪টি ম্যাচই মাঠের বাইরেই কাটিয়েছেন তরুণ ফাস্ট বোলার। ঠিক কী কারণে ১৯ বছর বয়সি তারকা একটি ম্যাচেও সুযোগ পেলেন না, সেই নিয়ে অনেকেই ধন্দে। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঘুরিয়ে ফিরিয়ে জানিয়ে দিলেন এখনও আইপিএল খেলার জন্য প্রস্তুত নন হাঙ্গার্গেকর।
রাজস্থান ম্যাচে টসের সময় হাঙ্গার্গেকরের বিষয়ে কথা বলতে গিয়ে ধোনি জানান, ‘ও ভাল লেংথে মোটামুটি ভাল গতিতে বল করে। বাউন্সও পায়। তবে এই পর্যায়ে ওকে ওর বাকি বিষয়গুলোও উন্নত করার সময় দেওয়াটা জরুরি। খুব বেশি প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার কাউকে দুম করে অনুর্ধ্ব ১৯ ক্রিকেটের পর আইপিএলে ঠেলে দেওয়া উচিত নয়। আমরা অবশ্যই তরুণদের গ্রুম করতে চাই। তবে তার পাশাপাশি তাদেরকে যথেষ্ট সময়ও দিতে হবে যাতে তারা সম্পূর্ণভাবে নিজেদের প্রস্তুত করতে পারে। ওর প্রতিভা সত্যিই আমাদের উচ্ছ্বসিত করে, তবে কিছু কিছু জায়গায় আমরা চাই ও আরও উন্নতি করুক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।