গত মরশুমে ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত বার তারা যেখানে শেষ করেছিল, এ বার সেখান থেকেই শুরু করছে কলকাতা। ২৬ মার্চ প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা। দুই ফাইনালিস্টের লড়াইয়ের হাত ধরেই ২০২২ আইপিএল অভিযান শুরু হবে। এই বছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গত বারের ট্রফি স্পর্শ করতে না পারার আক্ষেপটা মিটিয়ে নিতে চায় কেকেআর।
আইপিএল চ্যাম্পিয়ন: ২০১২ এবং ২০১৪ গৌতম গম্ভীরের নেতৃত্বে দু'বারই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। এ বার তৃতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কেকেআর-এর।
দলের শক্তি: অধিনায়ক শ্রেয়স আইয়ার, যিনি দিল্লি ক্যাপিটালসকে সাফল্য দিয়েছিলেন, ফাইনালে তুলেছিলেন, এ বার তাঁর হাতেই কেকেআর-এর ব্যাটন। অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার তাগিদ রয়েছে শ্রেয়সের। পাশাপাশি শ্রেয়স ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের কাছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের মতো দুরন্ত স্পিন জুটি রয়েছে। স্পিন বিভাগটি দলের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। পাশাপাশি নারিন একজন বিপজ্জনক ব্যাটসম্যানও এবং তিনি দলের জন্য কিছু গুরুত্বপূর্ণ রান করার দিকে নজর দেবেন।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে নতুন সংযোজন অ্যালেক্স হেলস, যিনি তুরুপের তাস হতে পারেন কেকেআর-এর।
দলের দুর্বলতা: প্রথম পাঁচটি ম্যাচে অ্যারন ফিঞ্চ এবং প্যাট কামিন্সকে পাওয়া যাবে না। যা বড় ধাক্কা কেকেআর-এর জন্য। তা ছাড়া আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়েও উদ্বেগ থাকবে।
আগে দীনেশ কার্তিকই দলের পক্ষে উইকেট-রক্ষণের দায়িত্ব পালন করতেন। কিন্তু এখন বর্তমান স্কোয়াডের দিকে তাকালে তাদের প্রথম পছন্দের উইকেটরক্ষকই নেই। এবং টুর্নামেন্ট এটা বড় চিন্তার বিষয় হতে পারে কেকেআর-এর।
প্যাট কামিন্স ছাড়া পাওয়ারপ্লে ওভারে কেকেআর-এর কাছে খুব বেশি বোলিং বিকল্প নেই। অথচ প্রথম পাঁচটি ম্যাচে কামিন্সকে পাওয়া যাবে না। যা চাপে ফেলবে কলকাতাকে।
সম্ভাব্য একাদশ: বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অ্যালেক্স হেলস/স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), সুনীল নারিন, শিবভ মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।