বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: চোট পেয়ে ছিটকে গেলেন চেন্নাইয়ের আরও এক পেসার, CSK দলে নিল ১৯ বছরের নতুন মালিঙ্গাকে

IPL 2022: চোট পেয়ে ছিটকে গেলেন চেন্নাইয়ের আরও এক পেসার, CSK দলে নিল ১৯ বছরের নতুন মালিঙ্গাকে

মাথিসা পথিরানা। ছবি- টুইটার।

যুব বিশ্বকাপ মাতিয়ে আসা পেসারকে ইতিমধ্যেই দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের নেটে। সুতরাং, আগে থেকেই মাথিসার দিকে নজর ছিল CSK-র। শুধু প্রয়োজন পড়েনি বলে তাঁকে এতদিন দলে নেয়নি সুপার কিংস। তবে আজ না হয় কাল, মাথিসাকে চেন্নাইয়ের জার্সিতে দেখা যেতে পারে, এমনটা অনুমান করা হচ্ছিল আগে থেকেই।

নজর ছিল বেশ কিছুদিন ধরেই। তবে প্রয়োজন পড়েনি বলে দলে নিতে পারেনি। তবে সুযোগ আসতে নতুন কাউকে যাচাই করার চেয়ে নিজেদের নেটে পরীক্ষিত ক্রিকেটারকে দলে নিল চেন্নাই সুপার কিংস। ক'দিন আগেই যুব বিশ্বকাপ মাতিয়ে আসা মাথিসা পথিরানাকে পরিবর্ত ক্রিকেটার হিসেবে স্কোয়াডে জায়গা করে দিল চেন্নাই।

এক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, তবে কি ১৪ কোটির দীপক চাহারের বদলে দলে ঢুকলেন শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী পেসার? তবে তেমনটা নয় মোটেও। চাহার আইপিএল থেকে ছিটকে গেলেও তাঁর বদলে এখনও নতুন কাউকে দলে নেয়নি চেন্নাই। হুবহু লসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের পথিরানাকে অ্যাডাম মিলিনের বদলে দলে নেয় চেন্নাই।

আরও পড়ুন:- IPL 2022-এর প্রথমার্ধের পারফর্ম্যান্সের নিরিখে KKR-এর সেরা ৩টি চাল কী কী দেখে নিন

এবছর আইপিএলের মেগা নিলাম থেকে অ্যাডাম মিলিনকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস। তবে কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচেই চোট পেয়ে বসেন কিউয়ি পেসার। চলতি মরশুমে তাঁর মাঠে নামার কোনও সম্ভাবনা না থাকায় বাধ্য হয়েই সিএসকে তাঁর পরিবর্ত খুঁজে নেয়। উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় ২ কোটি টাকার বিদেশি তারকা ছিটকে যাওয়ায় চেন্নাই দলে নেয় মাত্র ২০ লক্ষ টাকার উঠতি ক্রিকেটারকে।

মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের জন্যই পথিরানা ক্রিকেটমহলে নতুন মালিঙ্গা নামে পরিচিত হয়ে উঠেছেন। তাঁকে গত বছরই চেন্নাইয়ের নেটে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে মিলিনের বদলে মাথিসার চেন্নাই স্কোয়াডে যোগ দেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন:- IPL 2022: ব্র্যাবোর্নে দিল্লি মাঠে নামা মানেই ম্যান অফ দ্য ম্যাচ কুলদীপ, দেখুন চমকে দেওয়া পরিসংখ্যান

আইপিএল ২০২২-এ পরিবর্ত ক্রিকেটারদের তালিকা:-
১. গুজরাট জেসন রয়ের বদলে দলে নেয় রহমানুল্লাহ গুরবাজকে।
২. কলকাতা অ্যালেক্স হেলসের বদলে দলে নেয় অ্যারন ফিঞ্চকে।
৩. লখনউ মার্ক উডের পরিবর্ত হিসেবে দলে নেয় অ্যান্ড্রু টাইকে।
৪. ব্যাঙ্গালোর সিসোদিয়ার বদলে দলে নেয় রজত পতিদারকে।
৫. কলকাতা রসিখ দারের বদলে দলে নেয় হর্ষিত রানাকে।
৬. চেন্নাই অ্যাডাম মিলিনের বদলে দলে নেয় মাথিসা পথিরানাকে।

উল্লেখ্য, চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রাজস্থান রয়্যালসের ন্যাথন কুল্টার-নাইল ও চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। যদিও এখনও তাঁদের পরিবর্ত খুঁজে নেয়নি দুই ফ্র্যাঞ্চাইজি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন