চলতি আইপিএলে শীর্ষস্তরের ক্রিকেটের পাশাপাশি বেশ কিছু আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে বিতর্কও অনেকের নজর কেড়েছে। কেকেআরের বিরুদ্ধে আউট হয়ে রোহিত শর্মা হতাশা প্রকাশ করেন, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের এলবিডব্লু সিদ্ধান্তে বিরাট কোহলিও অখুশি ছিলেন। এই সিরিজে নতুন সংযোজন গুজরাট টাইটানসের তারকা কিপার-ব্যাটার ম্যাথু ওয়েড।
আরসিবির বিরুদ্ধে আম্পায়ার ওয়েডকে এলবিডব্লু আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই অজি তারকা রিভিউয়ের জন্য আবেদন জানান। বল তাঁর প্যাডের আগে ব্যাটে লেগেছে বলে খালি চোখে মনে হলেও, রিভিউয়ের সময় আল্ট্রা এজে কোনও স্পাইক ধরা না পড়ায় আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ওয়েড দৃশ্যতই এই সিদ্ধান্তে ভীষণ অখুশি ছিলেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি নিজের হেলমেটও ছুড়ে ফেলেন। এই ব্যবহারের জন্য অবশ্য শাস্তিও পেয়েছেন ওয়েড। আম্পায়ারের এই সিদ্ধান্তে কিন্তু সচিন তেন্ডুলকরও একেবারেই সন্তুষ্ট নন। তাঁর মতে ওয়েড দুর্ভাগ্যের শিকার।
নিজের ইউটিউব চ্যানেলে সচিন বলেন, ‘ম্যাথু ওয়েড (আরসিবির বিরুদ্ধে) দুর্ভাগ্যের শিকার হয়েছেন। আমার মতে ওর বিরুদ্ধে একটা খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পষ্টতই বল ওর ব্যাটে লেগেছিল।’ ম্যাচের পরে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ওয়েডের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘আমার মতে আল্ট্রা এজে হালকা (স্পাইক) ছিল। বড় স্ক্রিনে স্পষ্টভাবে ওটা দেখা যাচ্ছিল না। প্রযুক্তিই যদি এসব বিষয়ে সাহায্য না করে, তাহলে আমি জানি না সাহায্যের জন্য ঠিক কী প্রয়োজন।’