শুভব্রত মুখার্জি
চলতি আইপিএলে যে কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়ে নিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম উমরান মালিক, কুলদীপ সেন, মহসিন খানরা। লখনউ সুপার জায়ান্টসের পেসার মহসিন খান রবিবাসরীয় সন্ধ্যায় বল হাতে ছিলেন দুরন্ত ফর্মে। তাঁর দুরন্ত বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ম্যাচ শেষে মহসিনের ভূয়সী প্রশংসা করেন কে এল রাহুল।
চলতি আইপিএলে রাহুলরা সপ্তম জয় তুলে নিয়েছে। ১৯৫ রান করে তারা সফলভাবে ডিফেন্ড করতে সক্ষম হয়েছে। ডেভিড ওয়ার্নার, রোভম্যান পাওয়েল, ঋষভ পন্ত এবং শার্দুল ঠাকুরের একাধিক বড় বড় তারকাকে সাজঘরে ফেরান। ওয়াংখেড়ের পিচে যেখানে রানের পাহাড় গড়েছে দুই দল, সেখানে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে মহসিন নিয়েছেন ৪ উইকেট।
জায়ান্টসদের অধিনায়ক রাহুল জানিয়েছেন, সম্প্রতি তিনি মহসিনকে নেটে খেলেছেন। তাঁর গতিতে তিনি মুগ্ধ। মহসিন সম্পর্কে রাহুল বলেছেন, 'ও (মহসিন) অসাধারণ বোলিং করে। মাসখানেক আগে ওকে আমি নেটে খেলেছিলাম। ওকে অনুশীলনে আমি আর ফেস করতে চাই না (মজার ছলে)। প্রচণ্ড গতিতে ও বল করে। নেটে বেশ কিছু সময় ও ভয়ংকর পেসে বল করেছে। শুধুমাত্র পেস নয় , ও বেশ বুদ্ধিদীপ্ত একজন বোলার। ওর মধ্যে যথেষ্ট স্কিল ও রয়েছে। ওর স্লোয়ার বলটা খুব ভাল। ও জানে ম্যাচে কখন সেটা ব্যবহার করতে হয়। শিখতে ও সবসময় মুখিয়ে রয়েছে। দুইৃতিন বছর ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ও যুক্ত রয়েছে। সেভাবে খেলার সুযোগ পায়নি। সেই কারণে খেলতেও মুখিয়ে ছিল। চাপের মধ্যে ও (মহসিন) যথেষ্ট আত্মবিশ্বাসী থাকে। আমাদের হয়ে বেশ কিছু ভাল ও গুরুত্বপূর্ণ ওভার বল করেছে। আশা রাখব আরও শিখবে এবং আরও উন্নতি করবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।