রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেন, তবে মহেন্দ্র সিং ধোনিই যে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সর্বকালের সফলতম অধিনায়ক, সেটা প্রমাণ হয়ে গেল আরও একবার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে চেন্নাই জয় তুলে নেওয়া মাত্রই ক্যাপ্টেন হিসেবে এমন এক নজির গড়েন ধোনি, যা তাঁর শ্রেষ্ঠত্বকেই প্রতিষ্ঠিত করে।
বরং বলা ভালো যে ধোনি এক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে কোনও একটি দলের বিরুদ্ধে সব থেকে বেশি ম্যাচ জয়ের নিরিখে নিজের পুরনো রেকর্ড ছুঁয়ে ফেলেন। আরসিবির বিরুদ্ধে নেতৃত্ব দিতে নেমে ধোনি ১৮টি ম্যাচ জিতেছিলেন। এবার দিল্লির বিরুদ্ধেও সেই সংখ্যা দাঁড়ায় ১৮।
সার্বিকভাবে ক্যাপ্টেন হিসেবে আইপিএলের ৭টি দলের বিরুদ্ধে সব থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে ধোনির।
দেখে নেওয়া যাক পরিসংখ্যান:-
আরও পড়ুন:- IPL 22: দিল্লির বিরুদ্ধে ভালো ফিল্ডিং ব্র্যাভোর, 'বৃদ্ধ' বলে মজার ছলে কটাক্ষ ধোনির
রোহিত ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জিতেছেন কেকেআরের বিরুদ্ধে। তবে সেই সংখ্যাটা ধোনির থেকে অনেকটাই কম। রোহিত যেখানে নেতা হিসেবে কলকাতাকে ১৪ বার হারিয়েছেন, ধোনি কেকেআরকে পরাস্ত করেন ১৭ বার। গম্ভীর পঞ্জাবের বিরুদ্ধে নেতৃত্ব দিতে নেমে ১২ বার জয়ের মুখ দেখেছেন। কোহলি দিল্লির বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে জয় পেয়েছেন ১১টি ম্যাচে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।