আইপিএল এখন একেবারে ‘বিজনেস এন্ডে’ চলে এসেছে। সব দলেরই আর চার-পাঁচটি মতো ম্যাচ বাকি রয়েছে। প্রতিদিনই কারুর জয় বা হারে সম্পূর্ণ বদলে যাচ্ছে লিগ তালিকা। প্লে-অফের দৌড়ে এখনও পর্যন্ত প্রায় সব দলই রয়েছে শুধু একটি দল বাদে। সেই দলটি হল মুম্বই ইন্ডিয়ান্স।
এ বছরের আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই। মরশুমের শুরুটা অনেকটা দুঃস্বপ্নের মতোই করেছিল পল্টনরা। আইপিএল ইতিহাসে প্রথম দল হিসাবে নিজেদের প্রথম আটটি ম্যাচের আটটিতেই হারে রোহিত শর্মার নেতৃত্বধীন দল। বর্তমানে আইপিএলের লিগ তালিকায়ও সবার নীচে একেবারে ১০ নম্বরে রয়েছে মুম্বই। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে মরশুমের প্রথম জয় পেলেও, লাভের লাভ তাতে তেমন কিছু হল না।
দেওয়াল লিখন আগে থেকেই দেখা যাচ্ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে মাত দিতেই সরকারিভাবে এবারের প্লে-অফে পৌঁছনোর সমস্ত আশা শেষ হয়ে গেল মুম্বইয়ের। তাদের কাছে নিজেদের বাকি পাঁচ ম্যাচে লড়াইটা হবে কেবল সম্মান রক্ষার। সরকারিভাবে না হলেও, মুম্বইয়ের পর সবথেকে সফল আইপিএল দল সিএসকের অবস্থাও প্রায় একই। তাদেরও প্লে-অফে পৌঁছনোর আশা কার্যত শেষ।