ঘোর বিপাকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্সই একমাত্র দল, যারা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। অর্ধেক লিগ অভিযান শেষ। অথচ রোহিত শর্মারা এখনও একটিও ম্যাচ জেতেননি। ৭টি ম্যাচের সবগুলিতেই হারতে হয়েছে মুম্বইকে।
মরশুমের শুরুতে একটানা ম্যাচ হারের ক্ষেত্রে আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ল মুম্বই। আর কোনও দল কখনও মরশুমের প্রথম ৭টি ম্যাচে হারেনি। এক্ষেত্রে মুম্বই লজ্জার নজির থেকে মুক্তি দেয় আরসিবি ও দিল্লি ডেয়ারডেভিলসকে। আরসিবি ২০১৯ আইপিএলে এবং দিল্লি ২০১৩ সালে তাদের প্রথম ৬টি করে আইপিএল ম্যাচে পরাজিত হয়েছিল।
যদিও একটানা আইপিএল ম্যাচ হারের ক্ষেত্রে এটাই সর্বকালীন রেকর্ড নয়। বরং একটানা ১১টি আইপিএল ম্যাচ হারের রেকর্ড রয়েছে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও দিল্লি ডেয়ারডেভিলসের। পুণে ২০১২ সালের শেষ ৯টি ম্যাচ এবং ২০১৩ আইপিএলের প্রথম ২টি ম্যাচে পরাজিত হয়। দিল্লি ২০১৪ আইপিএলের শেষ ৯টি ও ২০১৫ আইপিএলের প্রথম ২টি ম্যাচে হারে।
পুণে ২০১৩ আইপিএলেও একটানা ৯টি ম্যাচে হারে। সুতরাং, আইপিএলের একটি মরশুমে সব থেকে বেশি ৯টি করে ম্যাচে একটানা পরাজিত হওয়ার রেকর্ড রয়েছে পুণে (দু'বার) ও দিল্লির।
কলকাতা নাইট রাইডার্স ২০০৯ সালে প্রথম ম্যাচে জয়ের পরে তাদের পরবর্তী ১০টি ম্যাচের মধ্যে ৯টিতে হারে। এক্ষেত্রে ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। দিল্লি ডেয়ারডেভিলস ২০১২ সালে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরে হারার পরে ২০১৩ সালে প্রথম ৬টি ম্যাচে পরাজিত হয়। সুতরাং, এক্ষেত্রে তারা একটানা ৮টি ম্যাচে হারের মুখ দেখে।
পুণে ওয়ারিয়র্স ২০১১ সালে তাদের প্রথম ২টি ম্যাচে জেতে। তবে পরের ৭টি ম্যাচে পরাজিত হয়। ২০০৮ সালে ডেকান চার্জার্স একটানা ৭টি ম্যাচে পরাজিত হয়।