চেন্নাাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এক সময়ের নিজেদের মরশুমের প্রথম জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েও, মুম্বইয়ের হাতে এল হতাশাই। মহেন্দ্র সিং ধোনি ঝড়ে তিন উইকেটে নাগাড়ে সপ্তম ম্যাচ হারল পল্টনরা।
ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৫৫ রান তোলার পরেও, মুম্বইয়ের বোলাররা শুরুতেই উইকেট নিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। তবে শেষমেশ ধোনির ১৩ বলে ২৮ রানই সিএসকেকে ম্যাচ জিতিয়ে দেয়। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ হেরে তাঁর প্রাক্তন অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা দারুণ লড়াই করেছি। ব্যাটিংটা তেমন ভাল করতে না পারলেও, বোলাররা আমাদের শেষ ওভার পর্যন্ত ম্যাচে টিকিয়ে রেখেছিল। তবে আমরা তো সকলেই (মহেন্দ্র সিং) ধোনির দক্ষতা ও ঠান্ডা মাথার কথা জানি। শেষমেশ উনিই হারিয়ে দিলেন।’
চলতি মরশুমের ধারা বজায় রেখে এই ম্যাচেও ব্যাট হাতে সুপার ফ্লপ অধিনায়ক রোহিত ও তাঁর ওপেনিং পার্টনার ইশান কিষাণ। দুইজনেই শূন্য রানে আউট হন। টপ অর্ডারের এই লাগাতার ব্যর্থতার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না রোহিত। ‘আমি বুঝতেই পারছি না কী হচ্ছে। শুরুতেই দুই-তিন উইকেট হারিয়ে ফেললে কাজটা সবসময়ই কঠিন হয়ে যায়। তবে আমরা মোটামুটি ঠিকঠাকই রান তুলেছিলাম। পিচ ভালই ছিল এবং আমাদের আরও রান করাও উচিত ছিল। তবে যেমনটা আমি বললাম আমরা শুরুতেই উইকেট হারিয়ে ফেলি এবং তারপর থেকে স্বাধীনভাবে খেলাটা সবসময়ই মুশকিলই ছিল।’ হতাশ রোহিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।