সোমবার (৯ মে) লিগের লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লিগের দ্বিতীয় লাস্টবয় কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। মুম্বইয়ের প্লে-অফে যাওয়ার আশা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কেকেআরেরও আশা এখনও থাকলেও, তা ভীষণই ক্ষীণ। তবে এই ম্যাচে কিন্তু ব্যক্তিগতভাবে অনেক তারকারই নিজেদের প্রমাণ করার তাগিদ রয়েছে।
এমনই একজন হলেন মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। গোটা মরশুমে মুম্বইয়ের ভরাডুবির পাশাপাশি ব্যাটার রোহিতের খারাপ ফর্মও চোখে পড়ার মতোই। রোহিতের শেষ আইপিএল অর্ধশতরানের পর কেটে গিয়েছে ১৮ ইনিংস। গত ১০ ইনিংসে তিনবার রোহিত ৩০ থেকে ৪৯ রানের মধ্যে আউট হয়েছেন। গত ম্যাচেও গুজরাটের বিরুদ্ধে ছবিটা এমনই ছিল ২৮ বলে ৪৩ রানের ইনিংসে রোহিতকে একেবারে নিয়ন্ত্রণে দেখাচ্ছিল। তবে হঠাৎ করেই রশিদ খানকে অহেতুক রিভার্স সুইপ মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি।
মুম্বইয়ের মরশুমের আর খুব বেশি ম্যাচ বাকি নাই। এবার তাই রোহিতকে ছোট্ট ছোট্ট স্টার্টের বদলে বড় রানের ইনিংস খেলায় মন দেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। কেকেআর ম্যাচের আগে পল্টন অধিনায়কের উদ্দেশ্যে শাস্ত্রী বলেন, ‘গত ম্যাচে রোহিতরে বিষয়ে আমার যেটা ভাল লেগেছে, সেটা হল একেবারে শুরু থেকে ওর মনোভাব এবং মানসিকতা একেবারে সঠিক ছিল। ও ৩০, ৩৫, ৪০ রান করছে বটে, তবে এবার সময় এসেছে বড় রান করার।’