এখনও পর্যন্ত মরশুমের সাত ম্যাচের সাতটিতেই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের হতশ্রী পারফরম্যান্সের পাশাপাশি রোহিত শর্মার ফর্ম নিয়েও নানাবিধ প্রশ্ন উঠেছে। মরশুমের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪২ করার পর আর একবারও ৩০-র গণ্ডি পার করতে পারেননি রোহিত। মুম্বই অধিনায়কের এই অফফর্ম কাটাতে ড্যানিয়েল ভেত্তোরি তাঁকে মিডল অর্ডারে ব্যাট করারই পরামর্শ দিচ্ছেন।
এখনও অবধি সাত ম্যাচে মাত্র ১১৪ রান করেছেন রোহিত। প্রায়শই দায়িত্ব নিয়ে লম্বা ইনিংস খেলা এবং আগ্রাসীভাবে ব্যাট করার দ্বন্দ্বে ফেঁসে গিয়ে উইকেট দিয়ে আসছেন তারকা ব্যাটার। এমন অবস্থায় সিদ্ধান্তটা কঠিন হলেও, ভেত্তোরির মতে দলের ভাগ্য বদলে এটা করাটা মন্দ হবে না। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে ESPNcricinfo-কে ভেত্তোরি বলেন, অতীতেও তো ও তিন-চারে খেলেছে। এমনটা করলে হয়তো মন খুলে একটু খেলতে পারবে। রোহিত শর্মা ভারতের অধিনায়ক, ভারতের হয়ে ওপেনও করে। ওর জন্য নিজের জায়গা ছেড়ে দেওয়াটা সহজ হবে না। তবে ওর দলের মরশুমটা যেমন কাটছে, তাতে হয়তো এর ফলে কিছুটা লাভ হলেও হতে পারে।
ভেত্তোরির সঙ্গে কিন্তু সহমত হতে পারছেন না রোহিত শর্মার প্রাক্তন সতীর্থ তথা প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তারকা ক্রিস লিন। তাঁর মতে রোহিতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন নয়, বরং জৈব বলয় থেকে কিছুদিনের ছুটি দরকার। আগে ওর খারাপ ফর্মে আমরা ওকে ব্যাটিং অর্ডারে উপর নীচ করতে দেখেছি। তবে শেষমেশ কিন্তু ওপেনার হিসাবে ও নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছে। আমার মনে হচ্ছে ও জৈব বলয়ে থাকতে থাকতে ক্লান্ত। দিনের শেষে ওর বিরতিরও দরকার আছে। আমরা মতে স্বাধীনভাবে ব্যাট করার জন্য ইনিংসের শুরুতেই ওর ব্যাটে নামা উচিত। দাবি লিনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।