বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: এমনি এমনি ‘বেবি এবি’ বলা হয়না, PBKS বোলারদের ছাতু করে ইতিহাস গড়লেন ব্রেভিস

IPL 2022: এমনি এমনি ‘বেবি এবি’ বলা হয়না, PBKS বোলারদের ছাতু করে ইতিহাস গড়লেন ব্রেভিস

আগ্রাসী ডেওয়াল্ড ব্রেভিস। ছবি- এএনআই। (ANI)

পঞ্জাব কিংসের বিপক্ষে ২৫ বলে ৪৯ রান করেন ব্রেভিস।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ম্যাচে পরাজিত হলেও, দুই তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মা, নিজেদের জাত চিনিয়েছেন। মাত্র এক রানের জন্য কণিষ্ঠতম বিদেশি হিসাবে আইপিএলে অর্ধশতরানটা করা হয়নি। তবে তা সত্ত্বেও অনন্য নজির গড়ে ফেললেন ব্রেভিস।

পঞ্জাবের বিরুদ্ধে ২৫ বলে চারটি চার ও পাঁচটি ছক্কার সুবাদে ২৫ বলে ১৯৬ রানের স্ট্রাইক রেটে দারুণ এক ইনিংস খেলেন। তাঁর এই ইনিংস নজরে কেড়েছে বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই। আর এই ইনিংসেই ইতিহাস গড়লেন ‘বেবি এবি’। আইপিএল ইতিহাসে ১৮ বা তাঁর কম বয়সি তারকাদের মধ্যে ব্রেভিসই প্রথম যিনি এক ম্যাচে পাঁচ ছক্কা হাঁকালেন। এর আগে ব্রেভিসেরই মুম্বই সতীর্থ ইশান কিষান ২০১৭ সালে আরসিবি ও পঞ্জাবের বিরুদ্ধে দুইবার, ২০১৮ সালে পৃথ্বী শ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং অভিষেক শর্মা আরসিবির বিরুদ্ধে এক ইনিংসে চারটি ছয় মেরেছিলেন। এতদিন যুগ্মভাবে এক ম্যাচে ১৮ বা তাঁর কম বয়সিদের মারা এটাই সর্বাধিক ছয় ছিল। ব্রেভিস এদিন সেই রেকর্ড নিজের নামে করলেন।

রাহুল চাহারের এক ওভারের পরপর চারটি ছয় মেরে নিজের দক্ষতার পরিচয় দেন ব্রেভিস। এরই মধ্যে এখনও অবধি এ মরশুমে আইপিএল সর্বাধিক ১১২ মিটারের একটি ছয়ও মারেন ব্রেভিস। এই একটা ইনিংসই প্রমাণ করে দিচ্ছে প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়র্সের সঙ্গে ব্রেভিসের তুলনাটা একেবারেই অমূলক নয়। অবশ্য ব্রেভিসের এই তুখড় ইনিংস সত্ত্বেও পঞ্জাবের কাছে ১২ রানে হারতে হয় মুম্বইকে।

বন্ধ করুন