বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: তিলক-ব্রেভিস ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল পরিকল্পনা, ম্যাচ জিতেও অকপট মায়াঙ্ক

IPL 2022: তিলক-ব্রেভিস ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল পরিকল্পনা, ম্যাচ জিতেও অকপট মায়াঙ্ক

পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিলক বর্মা ও ডেওয়াল্ড ব্রেভিস। ছবি- এএনআই। (ANI)

তৃতীয় উইকেটে মুম্বইয়ের হয়ে তিলক ও ব্রেভিস ৪১ বলে ৮৬ রান যোগ করেন।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে নেমে নিজেদের পঞ্চম ম্যাচও ১২ রানে হেরে বসে মুম্বই ইন্ডিয়ান্স। তবে মুম্বইয়ের পরাজয় সত্ত্বেও, পল্টনদের দুই তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস ও তিলক বর্মার ব্যাটিংয়ে সকলেই মুগ্ধ। তৃতীয় উইকেটে তাঁদের ৪১ বলে ৮৬ রানের পার্টনারশিপের জেরেই একসময় মুম্বই ম্যাচে এগিয়েই ছিল।

তবে শেষরক্ষা করতে পারেনি রেকর্ড চ্যাম্পিয়নরা। ম্যাচ জিতেও প্রতিপক্ষের দুই তরুণের ব্যাটিংয়ে যে সবটা তালগোল পেকে যাচ্ছিল, তা মেনে নিচ্ছেন মায়াঙ্ক আগরওয়াল। কোনওরকম রাখঢাক না করেই পঞ্জাব অধিনায়ক, দুই ব্রেভিস-তিলকেরে প্রশংসা করে বলেন, ‘তিলক ও ব্রেভিস যখন ব্যাট করছিল এবং যেভাবে ব্যাট করছিল, তাতে আমাদের পরিকল্পনায় বদল করতেই হয়। আমাদের বাধ্য হয়ে পার্টনারশিপ ভাঙতে নিজেদের প্রধান বোলারদের বলে ফিরিয়ে আনতে হয়। ভাগ্যবশত ওই চাল সফল হয় এবং আমরা উইকেটও পেয়ে যাই।’

তবে প্রথম ওভারেই ব্রেভিসের বিরুদ্ধে চার ছক্কাসহ, ওভারে ২৯ রান দেওয়ার পর রাহুল চাহারের কামব্যাকও মুগ্ধ করেছে মায়াঙ্ককে। ‘ব্রেভিস যেভাবে রাহুলের বিরুদ্ধে ব্যাট করে, তার প্রশংসনীয়। তবে তারপর কিন্তু রাহুলও দারুণভাবে ফিরে এসেছে। ওই এক ওভার ছাড়া, ওর বাকি তিন ওভারে বেশি রান খরচ হয়নি।’ বলে জানান সন্তুষ্ট মায়াঙ্ক। রাহুল এই ম্যাচে উইকেট না পেলেও, নিজের বাকি তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে সত্যিই দারুণ কামব্যাক করেন।

বন্ধ করুন