বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘আমার স্ত্রীই আমার সব থেকে বড় কোচ;’ কেন এমন বললেন RR তারকা শিমরন হেটমেয়ার?

IPL 2022: ‘আমার স্ত্রীই আমার সব থেকে বড় কোচ;’ কেন এমন বললেন RR তারকা শিমরন হেটমেয়ার?

স্ত্রীর সঙ্গে RR তারকা শিমরন হেটমেয়ার

রাজস্থান রয়্যালসের তারকা শিমরন হেটমেয়ার বলেন, ‘এখন আমি উইকেটে গিয়ে প্রথম কয়েকটা বল দেখি। উইকেট বোঝার চেষ্টা করি। তারপর নিজের খেলা খেলি। আমার স্ত্রীই আমার সব থেকে বড় কোচ। আমরা দু’জনে কথা বলেই নিজের খেলায় পরিবর্তন এনেছি।’

নিজের জীবনের অন্যতম সেরা কোচের নাম জানালেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটারশিমরন হেটমেয়ার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই নিজের জীবনের সেরা কোচের নাম জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা। নিজের স্ত্রী নির্বানি হেটমায়ারকেই নিজের জীবনের সবথেকে বড় কোচ বললেন শিমরন হেটমেয়ার। এই তারকা ক্রিকেটার খেলা নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপরেই নিজের খেলায় নানা পরিবর্তন করেন। সেই পরিবর্তনের পর থেকেই সাফল্য পেতে শুরু করেন রাজস্থানের এই ব্যাটার।

শিমরন হেটমেয়ার বলেন,‘এখন আমি উইকেটে গিয়ে প্রথম কয়েকটা বল দেখি। উইকেট বোঝার চেষ্টা করি। তারপর নিজের খেলা খেলি। আমার স্ত্রীই আমার সব থেকে বড় কোচ। আমরা দু’জনে কথা বলেই নিজের খেলায় পরিবর্তন এনেছি।’ আসলে এর আগে নাকি ইনিংসের শুরুতেই প্রতিপক্ষকে বড্ড বেশি সুযোগ দিয়ে ফেলতেন শিমরন হেটমেয়ার। সে কারণে রান না করেই তাড়াতাড়ি আউট হয়ে যেতে হত তাঁকে। তবে বর্তমানে ছবিটা সম্পূর্ণ বদলেছে। তিনি বলেন,‘ক্রিকেট জীবনের প্রথম দু’বছর উইকেটে থিতু হওয়ার সুযোগ নিজেকে দিতাম না।এবার সেটা দিয়ে থাকি।’

ভারতে আইপিএল খেলাটা বেশ উপভোগ করছেন হেটমায়ার। ব্যাটারদের জন্য যে ভারতের মাঠগুলো বেশ ভাল তা স্বীকার করে নিলেন তিনি। ভারতের মাটিতে আরও অনেক কিছু শিখতে চান তিনি।শেখার যে কোনও শেষ নেই, সেটা আবারও প্রমাণ করলেন হেটমায়ার। সাফল্যের সঙ্গে ব্যাটিং করার পরেও বাটলারের থেকে একটি শট শিখতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার শিমরনহেটমেয়ার বলেছেন, ‘রিভার্স সুইপ কী করে মারতে হয় সেটা জোস বাটলারের কাছ থেকে শিখতে চাই। অনুশীলনে চেষ্টা করেছি। কিন্তু বার বার আউট হয়ে যাই। স্কুপ ব্যাটিংও শিখতে চাই। এটা মাঠের বাইরে থেকে দেখলে খুব সহজ মনে হয়। কিন্তু মোটেও তেমন নয়।’

বন্ধ করুন