আইপিএল ২০২২-এর নতুন নিয়ম অনুযায়ী ১০টি দলকে ৫টি করে দলের দু'টি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের ১টি দলের বিরুদ্ধে ২টি ম্যাচে মাঠে নামবে। অন্য গ্রুপের বাকি ৪টি দলের বিরুদ্ধে খেলতে হবে ১টি করে ম্যাচ।
চেন্নাই সুপার কিংস রয়েছে বি-গ্রুপে। দেখে নেওয়া যাক তারা কোন কোন দলের বিরুদ্ধে ২টি করে এবং কোন কোন দলের বিরুদ্ধে ১টি করে লিগ ম্যাচে মাঠে নামবে।
আইপিএলের গ্রুপ:-
এ-গ্রুপ: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
বি-গ্রুপ: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।
সেই নিরিখে চেন্নাই সুপার কিংস ২টি করে ম্যাচ খেলবে নিজের গ্রুপের (বি-গ্রপ) সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটানসের বিরুদ্ধে। এছাড়া এ-গ্রুপের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা খেলবে ২টি ম্যাচ। সিএসকে ১টি করে ম্যাচ খেলবে এ-গ্রুপের বাকি ৪টি দল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।
সুতরাং, চেন্নাই ২টি করে ম্যাচ খেলবে হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, পঞ্জাব, গুজরাট ও মুম্বইয়ের বিরুদ্ধে। তারা ১টি করে ম্যাচ খেলবে কলকাতা, রাজস্থান, দিল্লি ও লখনউয়ের বিরুদ্ধে। অবশ্য প্লে-অফে উঠলে ফের যে কোনও দলের সঙ্গে মুখোমুখি হতে পারেন ধোনিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।