যুজবেন্দ্র চাহালের ওভারে সুনামি আসার পরের ওভারেই উল্টো দিক থেকে ঝড় তুলেছিলেন উমেশ যাদব। ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ পেসারকে পরপর মাঠের বাইরে মারছিলেন উমেশ। কেকেআর-এর ডুবে যাওয়া নৌকা ফের একবার টেনে তুলছিলেন তিনি। তাতে প্রায় সফলও হয়ে পড়েছিলেন। কেকেআর-এর তখন জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১১ রান। ক্রিজে শেলডন জ্যাকসন আর উমেশ যাদব। আশায় বুক বাঁধছেন কলকাতার সমর্থকরা। তবে তাদের সেই আশায় জল ঢেলে শেলডনকে প্যাভিলিয়নে ফেরান রাজস্থান রয়্যালসের জার্সিতে প্রথমবার মাঠে নামা ক্যারিবিয়ান পেসার ওবেদ ম্যাকয়। এরপরই ‘পুষ্পা’র ভঙ্গিতে উইকেট উদযাপন করতে দেখা গেল তাঁকে। শেলডনের পরে উমেশকেও আউট করে রাজস্থানকে ৭ রানে জেতান ম্যাকয়। এরপরই তাঁর সেই পুষ্পা স্টেপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : মাঠেই ম্যাককালামের সঙ্গে ‘বাদানুবাদ’ শ্রেয়সের, প্রকাশ্যে অধিনায়ক-কোচ মতান্তর
নেট দুনিয়ায় ইতিমধ্যে ট্রেন্ড করতে শুরু করেছে ‘ম্যাকয়, ঝুকেগা নেহি’৷ আইপিএলে প্রথম ম্যাচে নেমে শেষ ওভারে ১১ রান রক্ষা করার গুরু দায়িত্ব পেয়েছিলেন ওবেদ ম্যাকয়৷ ওভারের দ্বিতীয় বলে নাইটদের উইকেট কিপার ব্যাটার শেল্ডন জ্যাকসনকে শর্ট ফাইন লেগে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ আউট করান ম্যাকয়৷ উইকেট নিয়েই তেলুগু সিনেমার সুপারস্টার অল্লু অর্জুনের ‘পুষ্পা’ চরিত্রের ভঙ্গিতে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে৷ প্রসঙ্গত, এর আগেও সিএসকে অধিনায়ক রবীন্দ্র জদেজাকে পুষ্পা ভঙ্গিতে উইকেট উদযাপন করতে দেখা গিয়েছিল।
এদিকে শেলডনকে আউট করার পর বরুণ চক্রবর্তী নামেন। প্রথম বলেই সিঙ্গল নেন তিনি। এরপর স্ট্রাইকে আসেন বিধ্বংসী উমেশ। ট্রেন্ট বোল্টকে এক ওভারে ২০ রান মেরে একাই ম্যাচ ঘুরিয়েছিলেন উমেশ। সেই উমেশকেও থামান ক্যারিবিয়ান পেসার। সোজা বোল্ড করে দেন কেকেআর তারকাকে। ম্যাচ শেষে ম্যাকয় বলেন, ‘আমি ভালো বোধ করছি, গত বছরের পর এটাই আমার প্রথম খেলা, আমি একটি চাপে পড়েছিলাম ঠিকই, তবে সেই চাপ কাটিয়ে উঠতে পেরেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।