অরেঞ্জ ক্যাপের লড়াই জমে উঠেছে। আরসিবি-পিবিকেএস ম্যাচের পর বদলে গিয়েছে কমলা টুপির লড়াইয়ের অঙ্ক। লড়াইয়ে আপাতত নেই কলকাতা নাইট রাইডার্সের কোনও প্লেয়ার। দেখে নিন তালিকা।
1/6আইপিএল ২০২২-এর কমলা টুপি যথারীতি নিজের কাছে রেখে দিয়েছেন জোস বাটলার। আপাতত ১২ ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্রিটিশ তারকার সংগ্রহে রয়েছে সব থেকে বেশি ৬২৫ রান। সর্বোচ্চ ১১৬ রান। ছবি: পিটিআই
2/6আইপিএল ২০২২-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টস দলনায়ক লোকেশ রাহুল। তাঁর সংগ্রহে রয়েছে এই মুহূর্তে ১২ ম্যাচে ৪৫৯ রান। সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান। ছবি: পিটিআই
3/6দিল্লি ক্যাপিটালসের অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের সংগ্রহে রয়েছে ১০ ম্যাচে ৪২৭ রান। তিনি চলতি আইপিএলের সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান। ছবি: পিটিআই
4/6শুক্রবার আরসিবি-র বিরুদ্ধে খুব বেশি রান করতে পারেননি শিখর ধাওয়ান। ১৫ বলে ২১ রান করেন তিনি। তাও অরেঞ্জ ক্যাপের তালিকায় চারে উঠে এসেছেন শিখর। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৪০২। সর্বোচ্চ অপরাজিত ৮৮। ছবি: পিটিআই
5/6শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে ফ্যাফ ডু'প্লেসি রানই করতে পারেননি। ৮ বলে মাত্র ১০ রান করেছেন। যার জেরে কমলা টুপির দৌড়ে পাঁচে নেমে গিয়েছেন। ১৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৯৯। সর্বোচ্চ ৯৬। ছবি: পিটিআই
6/6লিয়াম লিভিংস্টোন শুক্রবার আরসিবি-র বিরুদ্ধে ৪২ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই সঙ্গে তিনি এক লাফে অরেঞ্জ ক্যাপের তালিকায় ছয়ে উঠে আসেন। ১২ ম্যাচে তিনি করেছেন মোট ৩৮৫ রান। সর্বোচ্চ ৭০। ছবি: এএনআই