চলতি IPL-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে ভারতীয় ক্রিকেটারদেরই লড়াই চালাতে দেখা যাচ্ছে বেশি করে। তবে শীর্ষে রয়েছেন এক বিদেশি তারকা। পিছন থেকে নিঃশব্দে উঠে আসছেন RCB দলনায়কও। দেখে নিন IPL 2022-এর সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকা।
1/6১০ ম্যাচে ৫৮৮ রান সংগ্রহ করে চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের জোস বাটলরা।
2/6লখনউ সুপার জায়ান্টস দলনায়ক লোকেশ রাহুল ১০ ম্যাচে ৪৫১ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
3/6১০ ম্যাচে ৩৬৯ রান সংগ্রহ করে পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত তৃতীয় স্থানে অবস্থান করছেন।
4/6৯ ম্যাচে ৩২৪ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা।
5/6IPL 2022-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ৩২৪ রান।
6/6চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৮ রান করার সুবাদে কমলা টুপির দৌড়ে ছয় নম্বরে উঠে আসেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি। ১১ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৩১৬ রান।