প্লে-অফের চারটি টিকিটের মধ্যে দু'টির দখল নিয়েছে দুই নবাগত দল গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। বাকি দু'টি টিকিট কাদের হাতে যাবে, তা এখনও নির্ধারিত হয়নি। গুজরাট ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বর স্থান আগেই নিশ্চিত করেছে। এবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে লখনউ সুপার জায়ান্টস দ্বিতীয় স্থানে উঠে আসে। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। লখনউ লিগ টেবিলে পিছনে ফেলে দেয় রাজস্থান রয়্যালসকে।
রাজস্থান ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে নেমে যায়। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থান আপাতত সুরক্ষিত রাখে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
আরসিবির সংগ্রহেও রয়েছে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় তারা রয়েছে লিগ টেবিলের পাঁচ নম্বরে। কলকাতা নাইট রাইডার্স তাদের লিগ অভিযান শেষ করেছে। মুম্বই ও চেন্নাইয়ের পরে তৃতীয় দল হিসেবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ১৪ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর ছয় নম্বরে রয়েছে। তবে তাদের টুর্নামেন্ট শেষ করতে হবে সম্ভবত সাত নম্বরে থেকে। কেননা পঞ্জাব বনাম হায়দরাবাদ ম্যাচের জয়ী দল পয়েন্টের নিরিখে কলকাতাকে পিছনে ফেলে দেবে।
আরও পড়ুন:-KKR vs LSG: ব্যর্থ হল রিঙ্কুর অবিশ্বাস্য লড়াই, জিততে জিততে শেষ বলে হার কলকাতার
আপাতত পঞ্জাব ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে। তাদের মতোই ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে সানরাইজার্স। চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।