একদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের জয়। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কাছে লখনউ সুপার জায়ান্টসের হার। রবিবাসরীয় ডাবল হেডারের পরে এক ম্যাচ বাকি থাকতেই আইপিএল ২০২২-এর লিগ টেবিলের এক নম্বরে থাকা নিশ্চিত করে ফেলেন হার্দিক পান্ডিয়ারা।
প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত করেছিল গুজরাট। এবার তারা পয়েন্টের নিরিখে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।
আপাতত ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে গুজরাট। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে রাজস্থান রয়্যালস। তিন নম্বরে পিছলে যায় লখনউ সুপার জায়ান্টস। তাদের সংগ্রহেও রয়েছে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
দিল্লি ক্যাপিটালস আগের মতোই লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। তাদের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ১২ পয়েন্ট। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে ছয় নম্বরে। পঞ্জাব কিংস ৭ নম্বরে অবস্থান করছে। তাদের পকেটেও রয়েছে ১২ ম্যাচে ১২ পয়েন্ট।
আরও পড়ুন:- LSG vs RR: ব্যর্থ হল হুডার একক লড়াই, লখনউকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় রাজস্থান
হায়দরাবাদ, চেন্নাই ও মুম্বই রয়েছে লিগ টেবিলের শেষ ৩টি স্থানে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সানরাইজার্স আট নম্বরেই পড়ে রয়েছে। চেন্নাই ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।