বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022 Points Table: ধরাছোঁয়ার বাইরে গুজরাট, পয়েন্ট টেবিলে লখনউকে টপকে বাকিদের চোখে জল আনল রাজস্থান

IPL 2022 Points Table: ধরাছোঁয়ার বাইরে গুজরাট, পয়েন্ট টেবিলে লখনউকে টপকে বাকিদের চোখে জল আনল রাজস্থান

হতাশ লখনউ সুপার জায়ান্টস। ছবি- আইপিএল।

রবিবাসরীয় ডাবল হেডারের পরে IPL 2022-এর পয়েন্ট টেবিলে উল্লেখযোগ্য রদবদল ঘটে। যদিও এমন বদল বেশিরভাগ দলের কাছে হানিকারক হয়ে দেখা দিতে পারে।

একদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের জয়। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কাছে লখনউ সুপার জায়ান্টসের হার। রবিবাসরীয় ডাবল হেডারের পরে এক ম্যাচ বাকি থাকতেই আইপিএল ২০২২-এর লিগ টেবিলের এক নম্বরে থাকা নিশ্চিত করে ফেলেন হার্দিক পান্ডিয়ারা।

প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত করেছিল গুজরাট। এবার তারা পয়েন্টের নিরিখে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।

আপাতত ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে গুজরাট। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে রাজস্থান রয়্যালস। তিন নম্বরে পিছলে যায় লখনউ সুপার জায়ান্টস। তাদের সংগ্রহেও রয়েছে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরও পড়ুন:- CSK vs GT: শেষ ৫ ওভারে একটিও চার-ছক্কা নেই, টেস্টের মতো ব্যাট করে IPL-এ হতাশাজনক রেকর্ড ধোনিদের

আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-

ক্রমিক নংদলম্যাচজয়হারপয়েন্টনেট রান-রেট
গুজরাট টাইটানস১৩১০২০+০.৩৯১
রাজস্থান রয়্যালস১৩১৬+০.৩০৪
লখনউ সুপার জায়ান্টস১৩১৬+০.২৬২
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর১৩১৪-০.৩২৩
দিল্লি ক্যাপিটালস১২১২+০.২১০
কলকাতা নাইট রাইডার্স১৩১২+০.১৬০
পঞ্জাব কিংস১২১২+০.০২৩
সানরাইজার্স হায়দরাবাদ১২১০-০.২৭০
চেন্নাই সুপার কিংস১৩-০.২০৬
১০মুম্বই ইন্ডিয়ান্স১২-০.৬১৩

দিল্লি ক্যাপিটালস আগের মতোই লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। তাদের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ১২ পয়েন্ট। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে ছয় নম্বরে। পঞ্জাব কিংস ৭ নম্বরে অবস্থান করছে। তাদের পকেটেও রয়েছে ১২ ম্যাচে ১২ পয়েন্ট।

আরও পড়ুন:- LSG vs RR: ব্যর্থ হল হুডার একক লড়াই, লখনউকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় রাজস্থান

হায়দরাবাদ, চেন্নাই ও মুম্বই রয়েছে লিগ টেবিলের শেষ ৩টি স্থানে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সানরাইজার্স আট নম্বরেই পড়ে রয়েছে। চেন্নাই ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

বন্ধ করুন