4/6৯ ম্যাচে কুলদীপ ও রাবাদার মতোই ১৭টি উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। তবে বেগুনি টুপির দৌড়ে তিনি রয়েছেন ক্রমতালিকার চার নম্বরে।
5/6আরসিবির ওয়ানিন্দু হাসারাঙ্গা চেন্নাইয়ের বিরুদ্ধে ১টি উইকেট নেওয়ার সুবাদে বেগুনি টুপির দৌড়ে পাঁচ নম্বরে উঠে আসেন। ১১ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ১৬টি উইকেট।
6/6১০ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে কেকেআরের উমেশ যাদব রয়েছেন বেগুনি টুপির দৌড়ে ছয় নম্বরে। উমেশ ছাড়াও চলতি আইপিএলে ১৫টি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি ও উমরান মালিক।