২০২০ সালে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বেগুনি টুপি জিতেছিলেন কাগিসো রাবাদা। এবার ফের দৌড়ে নাম লেখালেন তিনি। দেখে নেওয়া যাক IPL 2022-এর সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার প্রথম দশে রয়েছেন কারা।
1/7৮ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে চলতি আইপিএলের বেগুনি টুপি নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় এক নম্বরে রয়েছেন তিনি।
2/7চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব। তিনি চাহালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। আপাতত তাঁর সংগ্রহে রয়েছে ৮ ম্যাচে ১৭টি উইকেট।
3/7আইপিএলের বেগুনি টুপির দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন উমরান মালিক। সানরাইজার্স তারকার ঝুলিতে রয়েছে আপাতত ৮ ম্যাচে ১৫টি উইকেট।
4/7আইপিএলের সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন হায়দরাবাদের টি নটরাজন। তাঁর দখলেও রয়েছে ৮ ম্যাচে ১৫টি উইকেট।
5/7বেগুনি টুপির দৌড়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন উমেশ যাদব। ৯ ম্যাচে কেকেআর তারকার দখলে রয়েছে ১৪টি উইকেট।
6/7লখনউয়ের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় ৯ নম্বরে উঠে আসেন পঞ্জাবের কাগিসো রাবাদা। তাঁর ঝুলিতে রয়েছে ৮ ম্যাচে ১৩টি উইকেট। তালিকায় রাবাদার আগে রয়েছেন ডোয়েন ব্র্যাভো (১৪), মহম্মদ শামি (১৩) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৩)।
7/7লখনউয়ের বিরুদ্ধে ২টি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে ১০ নম্বরে চলে এসেছেন পঞ্জাবের রাহুল চাহার। তাঁর দখলে রয়েছে ৯ ম্যাচে ১২টি উইকেট।