ওঠা-পড়া চলছেই। প্রতি ম্যাচের শেষেই বদলে যাচ্ছে IPL 2022-এর সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকা। আপাতত ৪১তম ম্যাচের শেষে দেখে নেওয়া যাক বেগুনি টুপির দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন কারা।
1/5৮ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে চলতি আইপিএলের সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় এক নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। আপাতত বেগুনি টুপি রয়েছে তাঁর দখলেই।
2/5কলকাতার বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার সুবাদে বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন কুলদীপ যাদব। তিনি চাহালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। আপাতত তাঁর সংগ্রহে রয়েছে ৮ ম্যাচে ১৭টি উইকেট।
3/5আইপিএলের বেগুনি টুপির দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন উমরান মালিক। সানরাইজার্স তারকার ঝুলিতে রয়েছে আপাতত ৮ ম্যাচে ১৫টি উইকেট।
4/5আইপিএলের সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন হায়দরাবাদের টি নটরাজনকে। তাঁর দখলেও রয়েছে ৮ ম্যাচে ১৫টি উইকেট।
5/5দিল্লি ক্যপিটালসের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার সুবাদে বেগুনি টুপির দৌড়ে পাঁচ নম্বরে উঠে আসেন উমেশ যাদব। ৯ ম্যাচে কেকেআর তারকার দখলে রয়েছে ১৪টি উইকেট।