বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: বোলাররা এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে, PBKS-র বিরুদ্ধে জিতে অকপট স্বীকারোক্তি ডি'ককের

IPL 2022: বোলাররা এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে, PBKS-র বিরুদ্ধে জিতে অকপট স্বীকারোক্তি ডি'ককের

উইকেট নিয়ে লখনউ সতীর্থদের সঙ্গে সেলিব্রেশন মহসিনের। ছবি- আইপিএল।

ব্যাট হাতে মাত্র ১৫৩ রান করেও, ২০ রানে পঞ্জাবকে হারায় লখনউ।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের মরশুমের ষষ্ঠ ম্যাচ জিতে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টস। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৩ রান করেও, ২০ রানের বেশ বড় ব্যবধানে জয় পেয়েছেন তারা। ম্যাচের পর লখনউয়ের তারকা কিপার-ব্যাটার কুইন্টন ডি'কক স্বীকার করে নিচ্ছেন বোলাররাই ম্যাচ জিতিয়েছে।

তিনি বলেন, ‘আমার মতে আমাদের হাতে যথেষ্ট রান ছিল না। তবে সবাই দারুণ বল করেছে এবং এ যাত্রায় বোলাররাই আজ আমাদের জিতিয়েছে। আমাদের ওদেরকে অনেক ধন্যবাদ দিতে হবে। আমাদের মতো শক্তিশালী বোলিং বিভাগ থাকাট যে কোনো দলের কাছেই বড় পাওনা।’ ডি'কক নিজে ৪৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তবে তিনি আউট হয়ে যাওয়ার পরেই লখনউয়ের ব্যাটিং ধ্বস নামে। পাঁচ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে ছয় উইকেট হারায় লখনউ। শেষের দিকে মহসিন খান ছয় বলে ১৩ রানের ক্যামিওর সুবাদেই দল ১৫০-র গণ্ডি টপকায়।

ডি'কক মেনে নিচ্ছেন মহসিনের ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল, তবে ব্যাটাররা কাজ করতে না পারায় আক্ষেপের সুরও ধরা পড়েছে তাঁর গলায়। ‘মহসিন শেষের দিকে দুইটি ভাল শট খেলেন, যা দেখতে দারুণ মজাই এসেছে। তবে সত্যি বলতে এটা ওর কাজ নয়। এটা আমাদের, টপ অর্ডারের কাজ। আমি চাই না ওর উপর যাতে রান করার বোঝাটা আসে। তবে ও এবারে বেশ ভালই খেলেছে এবং তার জন্য অনেক অভিনন্দন।’ জানান ডি'কক। মহসিন এদিন ব্যাট হাতে ১৩ রান করার পাশাপাশি বল হাতেও তিন উইকেট নিয়েছেন। এই জয়ের ফলে প্লে-অফে পৌঁছনোর দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লখনউ

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন