বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ভিডিয়ো: ব্যাট হাতে KKR বোলারদের ঘুম ছোটালেও, এক সময় নিজেই ভয়ে আঁতকে উঠেছিলেন ডি'কক

ভিডিয়ো: ব্যাট হাতে KKR বোলারদের ঘুম ছোটালেও, এক সময় নিজেই ভয়ে আঁতকে উঠেছিলেন ডি'কক

বিলিংসের থ্রোয়ে ভয়ে ডি'কক চিৎকার করে ওঠেন। 

ম্যাচের ১৫তম ওভারের এক ঘটনার জেরেই ডি'কক ভয় পেয়ে যান।

বুধবার (১৮ মে) কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেটবিশ্ব। ম্যাচের শেষ বল অবধি টানটান উত্তেজনা ছিল। শেষমেশ লখনউ দুই রানে ম্য়াচ জেতায় কেকেআরের প্লে-অফে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়ে যায়।

লখনউয়ের হয়ে এদিন ব্যাট হাতে এক অনবদ্য ইনিংস খেলেন তারকা কিপার-ব্যাটার কুইন্টন ডি'কক। ৭০ বলে ২০০-র স্ট্রাইক রেটে অপরাজিত ১৪০ রান করেন ডি'কক। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি ছক্কা ও সমসংখ্যক চারে। ডি'ককের আগ্রাসী ব্যাটিংয়ে কেকেআর বোলারদের নিঃসন্দেহে রাতের ঘুম ছুটেছে। মূলত তাঁর ব্যাটে ভর করেই লখনউ নির্ধারিত ২০ ওভারে ২১০ রান তোলে। তবে ম্যাচের এক সময় স্যাম বিলিংসের জেরে ডি'কক নিজেই ভয়ে আঁতকে উঠেছিলেন।

১৫তম ওভারে ডি'কক দ্রুত এক রানের জন্য দৌড় লাগান। বল বেশি দূরে না যাওয়ায় কেকেআর কিপার স্যাম বিলিংসও দ্রুত গ্লাভস ছেড়ে বল দখলে এনে নন-স্ট্রাইক এন্ডে ছুঁড়ে দেন। তবে ডি'কক বলের লাইনেই ছুটছিলেন। আরেকটু হলেই বল তাঁর মাথায় লাগত। যদিও শেষ পর্যন্ত তা অল্পের জন্য লাগেনি। তবে সেই ভয়ে আঁতকে উঠেই চিৎকার করেন ডি'কক। তাঁর আর্তনাদ শুনে ধারাভাষ্যকাররা তো হেসে গড়াগড়ি যাওয়ার উপক্রম। বিলিংসও অবশ্য সেই থ্রোয়ের জন্য ডি'ককের কাছে পরে ক্ষমা চেয়ে নেন।

বন্ধ করুন