বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: নো বল বিতর্কে আখেরে তাদেরই লাভ হয়েছে, মেনে নিলেন RR অধিনায়ক স্যামসন

IPL 2022: নো বল বিতর্কে আখেরে তাদেরই লাভ হয়েছে, মেনে নিলেন RR অধিনায়ক স্যামসন

রাজস্থান রয়্য়ালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ছবি- আইপিএল।

নো বল বিতর্কে বেশ খানিকটা সময় নষ্ট হওয়ার পর পাওয়েল শেষ তিন বলের একটিতেও ঠিকঠাক প্রহার করতে পারেননি।

ওয়াংখেড়ের ময়দানে শুক্রবার (২২ এপ্রিল) রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের শেষ ওভার এক চরম বিতর্কের সাক্ষী হয়ে থাকল। ৩৬ রান ডিফেন্ড করতে নেমে রাজস্থানের ওবেদ ম্যাকয় প্রথম তিন বলেই ছয় খান। তবে তৃতীয় বল ফুলটসে ব্যাটিংরত রোভম্যান পাওয়েলের কোমরের উপর ছিল বলে জানিয়ে নো বল ডাকার প্রবল দাবি জানায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আম্পায়ার তাদের কথা রাখেননি। 

শেষ ওভারে পরপর তিন ছক্কা খাওয়ার পর গোটা দল ম্যাকয়ের পাশে থাকতে চেয়েছিল এবং একটু সময় নিয়ে তরুণ বোলারকে শান্ত করতে চাইছিল বলে জানান সঞ্জু। ম্যাচ শেষের সাক্ষাৎকারে রাজস্থান অধিনায়ক জানান, ‘আমরা ম্যাকয়ের পাশে থাকতে চেয়েছিলাম। ৩৬ রান ডিফেন্ড করতে গিয়ে প্রথম তিন বলেই ছক্কা খাওয়াটা কোনও বোলারের জন্য সহজ নয়। আমরা কিছুটা সময় নিয়ে ওকে শান্ত করে ওর মুখে আবার হাসি ফোটাতে চাইছিলাম। কাজটা কঠিন, তবে ওকে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা নিজেদের পরিকল্পনা বদলে সচেষ্ট ছিলাম। প্রথমে আমরা ইয়র্কার করার পরিকল্পনায় ছিলাম এবং ও নিজেও আত্মবিশ্বাসী ছিল। পরে মন্থর গতির বল করার পরিকল্পনা করি এবং তা কাজেও দেয়। আমরা মনে হয় আমরা ভালই পারফর্ম করেছি।’ 

নো বল বিতর্কে বেশ খানিকটা সময় নষ্ট হওয়ায়, তাতে যে আখেরে তাঁদেরই সুবিধা হয়েছে, তা স্যামসনের কথায় স্পষ্ট। গোটা ঘটনায় বেশ খানিকটা সময় নষ্ট হওয়ার পর, শেষ তিনটি বলের একটিতেও ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি রোভম্যান পাওয়েল। শেষমেশ ১৫ রানে দিল্লিকে মাত দিতে সক্ষম হয় রাজস্থান। এই জয়ের ফলে স্যামসনের নেতৃত্বাধীন দল সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গেল। 

বন্ধ করুন