বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: সমালোচনার মুখেও রিয়ানের কাঁধে ভরসার হাত, পরাগের প্রতিভায় আস্থা রাখছেন সাঙ্গাকারা

IPL 2022: সমালোচনার মুখেও রিয়ানের কাঁধে ভরসার হাত, পরাগের প্রতিভায় আস্থা রাখছেন সাঙ্গাকারা

রাজস্থান রয়্যালসের জার্সিতে ব্যাটিংরত রিয়ান পরাগ। ছবি- এএনআই। (ANI)

পরের মরশুমে রিয়ানকে ব্যাটিংয়ে আরও আগে নামানোর আভাস দিয়ে রাখলেন সাঙ্গাকারা। 

গুজরাট টাইটানসের আইপিএল জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের আইপিএল মরশুম। গোটা মরশুমে ভাল খেললেও, ফাইনালে এক হতাশাজনক পারফরম্যান্সে মাত্র ১৩০ রানই তুলতে পারে রাজস্থান রয়্যালস। সহজেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট। ফিনিশার হিসাবে পরিচিত রিয়ান পরাগ মাত্র ১৫ রানেই আউট হয়ে যান। দলকে কাঙ্খিত বড় রানে নিয়ে যেতে না পারায় বেশ সমালোচিতও হন তিনি।

এমনিই রিয়ানের এক ক্যাচ ধরার পর তাঁর বিতর্কিত সেলিব্রেশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। তারপর তাঁর হতাশাজনক ব্যাটিংয়ের ফলে আরও বেশি করে ধেয়ে আসে কটাক্ষ। এ মরশুমে রিয়ান ১৩৮.৬৪-র স্ট্রাইক রেটে মাত্র ১৮৩ রানই করতে পেরেছেন। সর্বোচ্চ স্কোর ৫৬। তাঁর থেকে আরেকটু বেশি পাওয়ার আশা ছিল দলের তা মেনে নিচ্ছেন রাজস্থানের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা। ফাইনাল শেষে তিনি বলেন, ‘রিয়ান এবং দেবদূত (পাডিক্কাল) মাঝে মধ্যে বেশ ভালই খেলেছে। তবে গোটাটা দেখতে গেলে সার্পোটের ভূমিকায় থাকা খেলোয়াড়দের থেকে আরেকটু বেশি আশা ছিল।’

কিন্তু রিয়ানের প্রতিভার প্রতি কিন্তু সাঙ্গাকারার পূর্ণ আস্থা রয়েছে। পরের মরশুমে আসামের অলরাউন্ডারকে আরও ওপরে ব্যাটিং করার সুযোগ দেওয়ারও আভাস দিয়ে রাখলেন তিনি। ‘রিয়ানের মধ্যে প্রতিভার কোনও কমতি নেই। আমার মনে হয় পরের মরশুমে নামার আগে ওকে ব্যাটিংয়ে আরও ওপরের দিকে নামানোর জন্য কিছু একটা করতে হবে। আমি ওকে শুধু ডেথ ওভারে হিটার হিসাবে নয়, ভাল মিডল অর্ডার ব্যাটার হিসাবে গ্রুম করতে চাই। কারণ স্পিন হোক বা পেস, ও দুইয়ের বিরুদ্ধেই সমান দক্ষ।’ জানান সাঙ্গাকারা।

বন্ধ করুন