IPL 2022: বিরাট বা রোহিত নন, এই ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে বল করতে ‘ভয়’ পান রশিদ
1 মিনিটে পড়ুন . Updated: 31 May 2022, 07:33 PM IST- আইপিএল জয়ের পর নিজের মুখেই ওই ব্যাটারের নাম জানান রশিদ খান।
গত দশকে আইসিসির বিচারে টি-টোয়েন্টির সেরা বোলার নির্বাচিত হয়েছেন রশিদ খান। বিশ্বের যে কোনও স্থানে, যে কোনও লিগে, যে কোনও প্রতিপক্ষের কাছেই রশিদের বোলিং খেলা এক বিরাট বড় চ্যালেঞ্জের। তবে একমাত্র একজন ভারতীয় ব্যাটারই তিনি বল করতে কার্যত ভয় পান বলে দাবি রশিদের।
আইপিএলে ৯২ ম্যাচ খেলা রশিদের ৬.৩৮-র ইকোনমি আইপিএল ইতিহাসের কৃপণতম। ১১২টি উইকেটও রয়েছে তাঁর দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো রশিদের ইকোনমি আরও কম, ৬.৩৫। এই পরিসংখ্যান আর কিছু না হোক, রশিদের বিরুদ্ধে রান করা যে কতটা কঠিন এবং তিনি যে কত বড় মাপের খেলোয়াড়, তা প্রমাণ করে দেয়। তবে সেই রশিদই কিনা একজন ব্যাটারের বিরুদ্ধে বল করতে বেগ পান। তিনি বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, তিনি হলেন শুভমন গিল।
আইপিএল জয়ের পর রশিদ নিজের মুখেই গিলের প্রশংসা করে জানান, তরুণ ভারতীয় ব্যাটার তাঁরই সঙ্গে এক দলে থাকায় তাঁর লাভই হয়েছে। তারকা স্পিনার Star Sports-কে জানান, ‘এখানে ওর (গিল) সঙ্গে একদলে খেলাটা দারুণ সৌভাগ্যের। ও ম্যাচে সবাইকে এনার্জি প্রদান করে। গোটা টুর্নামেন্টেই ও যেমনভাবে খেলেছে, সেটা এক কথায় দারুণ এবং ও আমার দলে থাকায় আমি খুবই খুশি। ওই একমাত্র ব্যাটার যার বিরুদ্ধে আমার বল করতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে সৌভাগ্যবশত ও আমার সঙ্গে একই দলে ছিল। ’