রবিবার (১০ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে এক অভিনব ঘটনার সাক্ষী থাকলেন দর্শকরা। রাজস্থানের ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট না হয়েও ক্রিজ ছেড়ে সাজঘরে ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন।
এদিন রাজস্থানের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নামা অশ্বিন ২৩ বলে ২৮ রানের একটি ঠিকঠাক ইনিংসই খেলছিলেন। তবে শেষের ওভারে বড় শট হাঁকাতে দক্ষ রিয়ান পরাগকে ব্যাটিংয়ের সুযোগ করে দিতে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরেন অশ্বিন। এমন ঘটনা এর আগে আইপিএল ইতিহাসে আর কখনও দেখা যায়নি। এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়ে যান। তবে একেবারে হঠাৎ করে নয়, বহুদিন ধরেই নাকি এই বিষয়ে চিন্তাভাবনা করছিলেন অশ্বিন ও রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
ম্যাচ শেষে উক্ত ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে স্যামসন জানান, ‘এটাই তো রাজস্থান রয়্যালস। আমরা সবসময়ই আলাদা কিছু করার চেষ্টায় থাকি। আমরা এই বিষয়ে মরশুম শুরুর আগে কথাবার্তা বলছিলাম এবং ঠিক করেছিলাম এমন কোনও পরিস্থিতি আসলে এটা প্রয়োগ করে দেখব।’ রাজস্থানের এই চালটা কিন্তু একেবারে বৃথা যায়নি। রিয়ান পরাগ একটি ছক্কার সহায়তায় চার বলে আট রানের একটি ছোট্ট ক্যামিও খেলেন। দলের ৩ রানে জয়ে কিন্তু এই ক্যামিওরও অবদান আছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।