বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ভিডিয়ো: রাসেলকে বোল্ড করে অশ্বিনের বাঁধনহারা উচ্ছ্বাসই বলে দেবে এই উইকেটের গুরুত্ব

ভিডিয়ো: রাসেলকে বোল্ড করে অশ্বিনের বাঁধনহারা উচ্ছ্বাসই বলে দেবে এই উইকেটের গুরুত্ব

আন্দ্রে রাসেলকে বোল্ড করে উচ্ছ্বাসে মাতোয়ারা অশ্বিন। ছবি- আইপিএল।

রাসেলকে প্রথম বলেই শূন্য রানে আউট করেন অশ্বিন।

এ মরশুমে বল হাতে এখনও তেমন আহামরি পারফর্ম করেননি রবিচন্দ্রন অশ্বিন। মাত্র তিনটি উইকেট পেয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গতকালও তাঁর পারফরম্যান্সে খুব একটা বলার মতো ছিল না। নিজের নির্ধারিত চার ওভারে ৩৮ রান খরচ করে মাত্র একটি উইকেট পান অশ্বিন।

তবে এই একটি উইকেটের গুরুত্ব অপরিশীম। সেই উইকেটটি অন্য কারুর না আন্দ্রে রাসেলের। বিশেষ করে রাসেলের দক্ষতার কথা মাথায় রেখে, যে পরিস্থিতিতে এই উইকেটটি আসে, তা উইকেটের গুরুত্বটি আরও বাড়িয়ে তোলে। নিজের শেষ ওভারের চতুর্থ বলে ক্রিজে প্রথম বল খেলা রাসেলের বিরুদ্ধে ক্যারম বল করেন অশ্বিন। সেই বল ঘোরার বদলে সোজা যায়। রাসেল বলের লাইন মিস করে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এই উইকেটই ম্যাচে রাজস্থানের কামব্যাক শুরু করে।

অশ্বিনের রাসেলকে বোল্ড করার ভিডিয়োটি দেখতে এখানে ক্লিক করুন।

রাসেল আউট হওয়ার ওই সময় কেকেআরের জয়ের জন্য ৩৯ বলে ৬৯ রান বাকি ছিল। ক্রিজে উপস্থিত ছিলেন সেট শ্রেয়স আইয়ার। তাঁর সঙ্গে রাসেল যদি অল্প সময়ও দাঁড়িয়ে যেতেন, তাহলেই ম্যাচ কেকেআরের পক্ষে চলে যেত। তাই রাসেলকে ফেরানোর গুরুত্ব অপরিশীম। সেই গুরুত্বটা অশ্বিন এই উইকেট নিয়ে যেভাবে সেলিব্রেট করেন, তা স্পষ্ট করে দেয়। দেখে তো মনে হচ্ছিল পারলে তারকা অফ স্পিনার গোটা মাঠই ছুটে কভার করে নেবেন। শেষমেশ সাত রানে কেকেআরকে হারিয়ে এই ম্যাচ জিতে যায় রাজস্থান। তারা লিগ তালিকায় আপতত দ্বিতীয় স্থানে রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন